ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আয়ুব হোসেন (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর পশ্চিমপাড়া কালভার্টের কাছে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আয়ুব হোসেন কালীদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জগন্নাথপুর গ্রামের আইয়ুব হোসেন ভুট্টার জমিতে বিষ প্রয়োগ করে নিজ বাড়ি ফেরার পথে রাস্তা পারা হওয়ার সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে কৃষক আয়ুব আলীর ঘটনাস্থলেই মৃত্য হয়। মোটরসাইকেলের চালক ছিলেন খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাহবুব।
এদিকে মোটরসাইকেলটি আটক করে এবং মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্টে তৈরি করে। এ ঘটনায় কেউ বাদী না হওয়ায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ লাশের সুরতাল রিপোর্ট সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছিল। তাই লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপলোড টাইম : ০৯:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আয়ুব হোসেন (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর পশ্চিমপাড়া কালভার্টের কাছে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আয়ুব হোসেন কালীদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জগন্নাথপুর গ্রামের আইয়ুব হোসেন ভুট্টার জমিতে বিষ প্রয়োগ করে নিজ বাড়ি ফেরার পথে রাস্তা পারা হওয়ার সময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে কৃষক আয়ুব আলীর ঘটনাস্থলেই মৃত্য হয়। মোটরসাইকেলের চালক ছিলেন খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মাহবুব।
এদিকে মোটরসাইকেলটি আটক করে এবং মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্টে তৈরি করে। এ ঘটনায় কেউ বাদী না হওয়ায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ লাশের সুরতাল রিপোর্ট সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছিল। তাই লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।