ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় যুবককে খুটিতে বেধে নির্যাতনের ঘটনায় পৃথক দুটি মামলা, চোর ও ব্যবসায়ীকে আদালতে সোপর্দ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় শেখ ট্রেডার্সের পণ্য চুরির অভিযোগে যুবককে নির্যাতন করার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। চুরির মামলায় সাদ্দাম হোসেন ও আইন নিজের হাতে তুলে নেওয়ায় ব্যবসায়ী আমানুল্লাহকে চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্সের পণ্য পরিবহনের গাড়ি থেকে একটি নুডুলসের প্যাকেট আর নারকেল তেল চুরি করে নিয়ে পালাচ্ছিলেন সাদ্দাম হোসেন নামের এক যুবক। পরে শেখ ট্রেডার্সের মালিক আমানুল্লাহ তাঁকে ধরে দোকানের খুটিতে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। পরে আলমডাঙ্গা থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। সেই সঙ্গে আমানুল্লাহকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সাদ্দাম হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আকমল হোসেনের ছেলে।

এ ঘটনায় গতকাল বুধবার সাদ্দামের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। অন্যদিকে আইন নিজের হাতে তুলে নিয়ে সাদ্দামকে জনসম্মুখে মারধরের ঘটনায় আমানুল্লাহ নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করেছেন সাদ্দামের স্ত্রী। দুজনকেই গতকাল চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করেছে আলমডাঙ্গার থানার পুলিশ।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নির্যাতনের শিকার যুবক সাদ্দাম হোসেন একজন অপরাধী। তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। আরও একটি চুরির মামলা হয়েছে। সেই সঙ্গে জনসম্মুখে সাদ্দামকে মারধরের ঘটনায় আমানুল্লাহ নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করেন সাদ্দামের স্ত্রী। দুজনকেই আটক করে চুয়াডাঙ্গা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় যুবককে খুটিতে বেধে নির্যাতনের ঘটনায় পৃথক দুটি মামলা, চোর ও ব্যবসায়ীকে আদালতে সোপর্দ

আপলোড টাইম : ০৮:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় শেখ ট্রেডার্সের পণ্য চুরির অভিযোগে যুবককে নির্যাতন করার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। চুরির মামলায় সাদ্দাম হোসেন ও আইন নিজের হাতে তুলে নেওয়ায় ব্যবসায়ী আমানুল্লাহকে চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করেছে পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্সের পণ্য পরিবহনের গাড়ি থেকে একটি নুডুলসের প্যাকেট আর নারকেল তেল চুরি করে নিয়ে পালাচ্ছিলেন সাদ্দাম হোসেন নামের এক যুবক। পরে শেখ ট্রেডার্সের মালিক আমানুল্লাহ তাঁকে ধরে দোকানের খুটিতে বেধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। পরে আলমডাঙ্গা থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। সেই সঙ্গে আমানুল্লাহকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সাদ্দাম হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আকমল হোসেনের ছেলে।

এ ঘটনায় গতকাল বুধবার সাদ্দামের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। অন্যদিকে আইন নিজের হাতে তুলে নিয়ে সাদ্দামকে জনসম্মুখে মারধরের ঘটনায় আমানুল্লাহ নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করেছেন সাদ্দামের স্ত্রী। দুজনকেই গতকাল চুয়াডাঙ্গা জেলা আদালতে সোপর্দ করেছে আলমডাঙ্গার থানার পুলিশ।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নির্যাতনের শিকার যুবক সাদ্দাম হোসেন একজন অপরাধী। তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। আরও একটি চুরির মামলা হয়েছে। সেই সঙ্গে জনসম্মুখে সাদ্দামকে মারধরের ঘটনায় আমানুল্লাহ নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করেন সাদ্দামের স্ত্রী। দুজনকেই আটক করে চুয়াডাঙ্গা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।