ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

আলডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, হারদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলুল হক, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক ও কৃষি অফিসার রেহানা পারভীন।
উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরাত জান্নাত, বিআরডিপি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল মিকা, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মুজাহিদুল রহমান জোয়ার্দার, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, নাগদা ইউপি চেয়ারম্যান বিপুল জোয়ার্দ্দার, বেলগাছি চেয়ারম্যান মাহমুদুল হাসান, প্রোগ্রাম অফিসার হিরোজ কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আউয়াল, সরকারি কলেজের প্রভাষক জিয়াউর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম বেলু প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করা, পৌর গৌ-হাটের রেল লাইনে গরুর হাট বসানো, পৌর শহরের মানুষের চলাচলের পথে অবৈধভাবে মালামাল রেখে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করা, সাধারণ মানুষের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সড়ক আইন মানা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

আপলোড টাইম : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

আলডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, হারদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলুল হক, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক ও কৃষি অফিসার রেহানা পারভীন।
উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরাত জান্নাত, বিআরডিপি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল মিকা, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মুজাহিদুল রহমান জোয়ার্দার, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, নাগদা ইউপি চেয়ারম্যান বিপুল জোয়ার্দ্দার, বেলগাছি চেয়ারম্যান মাহমুদুল হাসান, প্রোগ্রাম অফিসার হিরোজ কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আউয়াল, সরকারি কলেজের প্রভাষক জিয়াউর রহমান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম বেলু প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করা, পৌর গৌ-হাটের রেল লাইনে গরুর হাট বসানো, পৌর শহরের মানুষের চলাচলের পথে অবৈধভাবে মালামাল রেখে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করা, সাধারণ মানুষের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সড়ক আইন মানা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা।