ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ভূমি মালিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে নাগরিক সেবা তরান্বিত করার লক্ষে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে ভূমি মালিকদের করণীয় বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অর্পিত সম্পত্তি বলতে আপনারা কী বোঝেন, আগে বলা হত শত্রু সম্পত্তি। যদি কেউ দেশের নাগরিকত্ব বাতিল হয়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে সেই সম্পত্তি অর্পিত সম্পত্তি হয়ে যাবে। তখন সেই জমি সরকার দরিদ্র মানুষের মাঝে, ভূমিহীনদের মাঝে লিজ দিতে পারবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়া নাহিদ। এছাড়াও ভিডিও কনফারেন্সে যোগদান করে প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। তিনি বলেন, ‘জমির মালিকানা ঠিক রাখতে আপনারা সময় মতো রাজস্ব পরিশোধ করবেন। মনে রাখবেন, জমি রেজিস্ট্রি শুধু রেজিস্ট্রি করলেই হবে না, জমি ঠিক রাখতে হলে খাজনা পরিশোধ করতে হবে, দখল ঠিক রাখতে হবে।’

এসময় সহকারী কমিশনার (ভূমি) নিজেদের জমি কীভাবে নিজেদের দখলে রাখতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেন। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণার্থীদের ভূমি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। মোট ৫০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ভূমি মালিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:৪৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে নাগরিক সেবা তরান্বিত করার লক্ষে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে ভূমি মালিকদের করণীয় বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অর্পিত সম্পত্তি বলতে আপনারা কী বোঝেন, আগে বলা হত শত্রু সম্পত্তি। যদি কেউ দেশের নাগরিকত্ব বাতিল হয়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে থাকেন, তাহলে সেই সম্পত্তি অর্পিত সম্পত্তি হয়ে যাবে। তখন সেই জমি সরকার দরিদ্র মানুষের মাঝে, ভূমিহীনদের মাঝে লিজ দিতে পারবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়া নাহিদ। এছাড়াও ভিডিও কনফারেন্সে যোগদান করে প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান। তিনি বলেন, ‘জমির মালিকানা ঠিক রাখতে আপনারা সময় মতো রাজস্ব পরিশোধ করবেন। মনে রাখবেন, জমি রেজিস্ট্রি শুধু রেজিস্ট্রি করলেই হবে না, জমি ঠিক রাখতে হলে খাজনা পরিশোধ করতে হবে, দখল ঠিক রাখতে হবে।’

এসময় সহকারী কমিশনার (ভূমি) নিজেদের জমি কীভাবে নিজেদের দখলে রাখতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেন। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণার্থীদের ভূমি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। মোট ৫০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেন।