ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৩৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম শেখ শামসুদ্দিন আহমেদের পরিবার, প্রবাসী আব্দুল কাদির ও যশোরের আদ্-দ্বীন হাসপাতাল এই চক্ষু শিবিরের আয়োজন করে। গতকাল দিনব্যাপী চক্ষু শিবিরে ১ হাজার ১১২ জন রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়। এদের মধ্যে ৪১৩ জনকে চশমা এবং ২০৫ জনকে চোখের ছানি অপারেশনসহ সে সময় থাকা-খাওয়ার ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এর আগে সকালে আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আদ্-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন ও আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী শেখ সাইফুল ইসলাম। সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া সংগঠক শেখ আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণদের স্বাস্থ্য সমস্যা একটু বেশি হয়। তবে তাদের সহায়তা পাওয়ার ব্যবস্থা খুবই অপ্রতুল। যে সকল প্রবীণরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, তাদের চিহ্নিত করে শেখ শামসুদ্দিন আহমেদের পরিবাররের ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৭:২৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম শেখ শামসুদ্দিন আহমেদের পরিবার, প্রবাসী আব্দুল কাদির ও যশোরের আদ্-দ্বীন হাসপাতাল এই চক্ষু শিবিরের আয়োজন করে। গতকাল দিনব্যাপী চক্ষু শিবিরে ১ হাজার ১১২ জন রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয়। এদের মধ্যে ৪১৩ জনকে চশমা এবং ২০৫ জনকে চোখের ছানি অপারেশনসহ সে সময় থাকা-খাওয়ার ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এর আগে সকালে আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আদ্-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন ও আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী শেখ সাইফুল ইসলাম। সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া সংগঠক শেখ আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণদের স্বাস্থ্য সমস্যা একটু বেশি হয়। তবে তাদের সহায়তা পাওয়ার ব্যবস্থা খুবই অপ্রতুল। যে সকল প্রবীণরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, তাদের চিহ্নিত করে শেখ শামসুদ্দিন আহমেদের পরিবাররের ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।