ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বিধিমালা লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর এজেন্টকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর এজেন্টকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ডাউকি ইউনিয়ন ও পৌর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। দুই প্রার্থীর একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন, বৈদ্যুতিক আলোকসজ্জা করা এবং আরেকজন প্রার্থীর বিলবোর্ড টাঙানোর অভিযোগে এ জরিমানা করা হয়।
জানা গেছে, ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার এজেন্টকে একাধিক নির্বাচনী ক্যাম্প ও ক্যাম্পে অতিরিক্ত আলোকসজ্জা করায় ৩ হাজার টাকা, একই ইউনিয়নে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির এজেন্টকে ২ হাজার এবং বৈদ্যুতিক খুঁটি এবং দেয়ালে বিশাল বিলবোর্ড লাগানোর দায়ে ফ্রিজ প্রতীকের প্রার্থী এম এ রাজ্জাক খান রাজের এজেন্টকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় বিধিমালা লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর এজেন্টকে জরিমানা

আপলোড টাইম : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর এজেন্টকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ডাউকি ইউনিয়ন ও পৌর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। দুই প্রার্থীর একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন, বৈদ্যুতিক আলোকসজ্জা করা এবং আরেকজন প্রার্থীর বিলবোর্ড টাঙানোর অভিযোগে এ জরিমানা করা হয়।
জানা গেছে, ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার এজেন্টকে একাধিক নির্বাচনী ক্যাম্প ও ক্যাম্পে অতিরিক্ত আলোকসজ্জা করায় ৩ হাজার টাকা, একই ইউনিয়নে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির এজেন্টকে ২ হাজার এবং বৈদ্যুতিক খুঁটি এবং দেয়ালে বিশাল বিলবোর্ড লাগানোর দায়ে ফ্রিজ প্রতীকের প্রার্থী এম এ রাজ্জাক খান রাজের এজেন্টকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।