ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় জনতার হাতে অজ্ঞান পার্টির সদস্য আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় রানা আহমেদ (৩৭) নামের অজ্ঞান পার্টির এক সদস্য সাধারণ জনতার হাতে আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার আলিফউদ্দিন মোড় থেকে স্থানীয়রা তাকে আটকের পর পুলিশের সোপর্দ করে। সে নারায়ণগঞ্জ জেলার রুপপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
জানাগেছে, গতকাল বেলা ১১টার দিকে আলিফউদ্দিন মোড়ে এক নারী রানা আহমেদ ও তার এক সহযোগীকে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে দুজনেই পালানোর চেষ্টা করলে স্থানীয় সাধারণ জনগণ রানা আহমেদকে ধরতে সক্ষম হয়। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। এদিকে, রানা আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ওই চক্রের আরও দুই সদস্যকেও আটক করেছে পুলিশ।
আলমডাঙ্গার বটিয়াপাড়ার কামেনি খাতুন বলেন, গত ১ মাস পূর্বে মেয়ের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাচ্ছিলাম। পথে রানা আহমেদের সাথে পরিচয় হয়। এসময় রানা আমার মেয়ের চিকিৎসার জন্য মদিনা ক্লিনিকে যাওয়ার পরামর্শও দেয়। এক পর্যায়ে রানার সঙ্গে থাকা অপরব্যক্তি চেতনানাশক স্প্রে করলে আমি অচেতন হয়ে পড়ি। পরে তারা আমার সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। আজ (গতকাল মঙ্গলবার) একটি কাজে আলমডাঙ্গায় এসেছিলাম। হঠাৎ আলিফউদ্দিন মোড়ে দাঁড়িয়ে থাকা ওই দুই প্রতারককে দেখে চিনতে পেরে চিৎকার করি। চিৎকার শুনে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রানাকে আটক করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় জনতার হাতে অজ্ঞান পার্টির সদস্য আটক

আপলোড টাইম : ০৯:০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় রানা আহমেদ (৩৭) নামের অজ্ঞান পার্টির এক সদস্য সাধারণ জনতার হাতে আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার আলিফউদ্দিন মোড় থেকে স্থানীয়রা তাকে আটকের পর পুলিশের সোপর্দ করে। সে নারায়ণগঞ্জ জেলার রুপপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
জানাগেছে, গতকাল বেলা ১১টার দিকে আলিফউদ্দিন মোড়ে এক নারী রানা আহমেদ ও তার এক সহযোগীকে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে দুজনেই পালানোর চেষ্টা করলে স্থানীয় সাধারণ জনগণ রানা আহমেদকে ধরতে সক্ষম হয়। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। এদিকে, রানা আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ওই চক্রের আরও দুই সদস্যকেও আটক করেছে পুলিশ।
আলমডাঙ্গার বটিয়াপাড়ার কামেনি খাতুন বলেন, গত ১ মাস পূর্বে মেয়ের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাচ্ছিলাম। পথে রানা আহমেদের সাথে পরিচয় হয়। এসময় রানা আমার মেয়ের চিকিৎসার জন্য মদিনা ক্লিনিকে যাওয়ার পরামর্শও দেয়। এক পর্যায়ে রানার সঙ্গে থাকা অপরব্যক্তি চেতনানাশক স্প্রে করলে আমি অচেতন হয়ে পড়ি। পরে তারা আমার সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। আজ (গতকাল মঙ্গলবার) একটি কাজে আলমডাঙ্গায় এসেছিলাম। হঠাৎ আলিফউদ্দিন মোড়ে দাঁড়িয়ে থাকা ওই দুই প্রতারককে দেখে চিনতে পেরে চিৎকার করি। চিৎকার শুনে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রানাকে আটক করে।