ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় ইজিবাইক উল্টে স্কুলছাত্র আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ১৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

আলমডাঙ্গায় ইজিবাইক উল্টে মাহিন হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত মাহিন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের লিটন আলীর ছেলে ও আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

আহত মাহিনের সহপাঠীরা জানায়, সকালে মাহিনসহ বেশ কয়েকজন একটি ইজিবাইকযোগে স্কুলে যাচ্ছিলো। পথের মধ্যে আলমডাঙ্গা বেলগাছি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলকে ওভারটেক করতে যেয়ে ইজিবাইকটি উল্টে যায়। এসময় ইজিবাইকে থাকা অন্যান্য শিক্ষার্থীরা রাস্তার পাশে ছিটকে পড়ে। ইজিবাইকটি মাহিনের দুই পায়ের ওপর চাপা পড়লে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত মাহিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে।

হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি জানান, ‘মাহিনের পায়ের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ইজিবাইক উল্টে স্কুলছাত্র আহত

আপলোড টাইম : ০৮:০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

আলমডাঙ্গায় ইজিবাইক উল্টে মাহিন হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত মাহিন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের লিটন আলীর ছেলে ও আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

আহত মাহিনের সহপাঠীরা জানায়, সকালে মাহিনসহ বেশ কয়েকজন একটি ইজিবাইকযোগে স্কুলে যাচ্ছিলো। পথের মধ্যে আলমডাঙ্গা বেলগাছি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলকে ওভারটেক করতে যেয়ে ইজিবাইকটি উল্টে যায়। এসময় ইজিবাইকে থাকা অন্যান্য শিক্ষার্থীরা রাস্তার পাশে ছিটকে পড়ে। ইজিবাইকটি মাহিনের দুই পায়ের ওপর চাপা পড়লে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত মাহিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে।

হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি জানান, ‘মাহিনের পায়ের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’