ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় আগুনে পুড়ল পাঁচ বিঘা ভুট্টাখেত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের আনন্দবাস ও এনায়েতপুর গ্রামের মধ্যবর্তী মাঠে আগুনে প্রায় ৫ বিঘা ভুট্টাখেত পুড়ে গেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আনন্দনবাস গ্রামের আবুল হোসেনের ছেলে মহিদুল ইসলামের (৫২) ভুট্টাখেতে এ অগ্নিকা- হয়।

খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, এসআই সমীর ইউপি সদস্য শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত মহিদুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। তাঁকে উপজেলা নির্বাহী অফিসার শান্তনা দেন এবং সরকারি সহায়তার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, মহিদুল একজন দারিদ্র কৃষক। মহিদুল ইসলাম জানান, আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি চাষাবাদ করেছিলেন। ফসল পুড়ে যাওয়ায় ঋণ পরিশোধ করা তার পক্ষে দুরুহ হয়ে পড়বে। তিনি সরকারি সাহায্য পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত করেছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহিদুল বলেন, তার পাশের জমির মালিক আব্দুল লতিফ এ ঘটনায় জড়িত থাকতে পারে।

এ ব্যাপরে ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তদন্ত করে দেখছি, যদি কেউ শত্রুতা করে আগুন ধরিয়ে দেয়, তবে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় আগুনে পুড়ল পাঁচ বিঘা ভুট্টাখেত

আপলোড টাইম : ০৭:২৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের আনন্দবাস ও এনায়েতপুর গ্রামের মধ্যবর্তী মাঠে আগুনে প্রায় ৫ বিঘা ভুট্টাখেত পুড়ে গেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আনন্দনবাস গ্রামের আবুল হোসেনের ছেলে মহিদুল ইসলামের (৫২) ভুট্টাখেতে এ অগ্নিকা- হয়।

খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, এসআই সমীর ইউপি সদস্য শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত মহিদুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। তাঁকে উপজেলা নির্বাহী অফিসার শান্তনা দেন এবং সরকারি সহায়তার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, মহিদুল একজন দারিদ্র কৃষক। মহিদুল ইসলাম জানান, আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি চাষাবাদ করেছিলেন। ফসল পুড়ে যাওয়ায় ঋণ পরিশোধ করা তার পক্ষে দুরুহ হয়ে পড়বে। তিনি সরকারি সাহায্য পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে দরখাস্ত করেছেন। প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহিদুল বলেন, তার পাশের জমির মালিক আব্দুল লতিফ এ ঘটনায় জড়িত থাকতে পারে।

এ ব্যাপরে ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তদন্ত করে দেখছি, যদি কেউ শত্রুতা করে আগুন ধরিয়ে দেয়, তবে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’