ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, ‘যেকোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে মাদক ব্যবসায়ীদের না ধরে মাদকসেবীদের ধরার প্রবণতা দেখা যাচ্ছে। এতে প্রকৃত মাদক ব্যবসায়ীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকছে। এভাবে সমাজ থেকে মাদক দূর হবে না। হয়ত মাদক নির্মূল করা কঠিন, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। মাদকের সাথে সমাজের অনেক বড় বড় মাথা জড়িত আছে।’
তিনি আরও বলেন, সম্প্রতি আলমডাঙ্গা সরকারি স্কুলের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যা অনভিপ্রেত। একজন মহিলা কী করে অভিভাবক সেজে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে? আমার ধারণা এই ঘটনা পূর্ব-পরিকল্পিত। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী ডা. নিতু, ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হোসেন, কৃষি অফিসার হোসেন শহিদ সোহরোয়ার্দি ও উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সভা উপস্থাপনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, ডিপিএইচই আশিবুজ্জামান, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, ডা. বেলু, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আবু সাইদ পিণ্টু, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মেডিকেল অফিসার শারমিন সুলতানা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ১১:৩১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, ‘যেকোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে মাদক ব্যবসায়ীদের না ধরে মাদকসেবীদের ধরার প্রবণতা দেখা যাচ্ছে। এতে প্রকৃত মাদক ব্যবসায়ীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকছে। এভাবে সমাজ থেকে মাদক দূর হবে না। হয়ত মাদক নির্মূল করা কঠিন, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। মাদকের সাথে সমাজের অনেক বড় বড় মাথা জড়িত আছে।’
তিনি আরও বলেন, সম্প্রতি আলমডাঙ্গা সরকারি স্কুলের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যা অনভিপ্রেত। একজন মহিলা কী করে অভিভাবক সেজে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে? আমার ধারণা এই ঘটনা পূর্ব-পরিকল্পিত। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী ডা. নিতু, ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হোসেন, কৃষি অফিসার হোসেন শহিদ সোহরোয়ার্দি ও উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সভা উপস্থাপনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, ডিপিএইচই আশিবুজ্জামান, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, ডা. বেলু, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আবু সাইদ পিণ্টু, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মেডিকেল অফিসার শারমিন সুলতানা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।