ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ৪৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জামাল ব্রিজ এলাকায় ভুট্টো আলীর লেদের দোকান, শহিদুল ইসলামের মুদি দোকান ও ইউসুব ঘোষের হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে দোকানে থাকা পেট্রোল ও ডিজেলে আগুন লাগে। এছাড়া হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে তিনটি দোকান ভস্মীভূত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন দোকানিরা।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ৩টি দোকানে ৫-৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

আপলোড টাইম : ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জামাল ব্রিজ এলাকায় ভুট্টো আলীর লেদের দোকান, শহিদুল ইসলামের মুদি দোকান ও ইউসুব ঘোষের হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে দোকানে থাকা পেট্রোল ও ডিজেলে আগুন লাগে। এছাড়া হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে তিনটি দোকান ভস্মীভূত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন দোকানিরা।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ৩টি দোকানে ৫-৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।