ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় চুয়াডাঙ্গায় উল্লাসের ঢেউ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

ট্রাকটি জব্দ রেখে চালক বাদে শিশু-কিশোরদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে : ওসি মাহাব্বুর রহমান

সমীকরণ প্রতিবেদন:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতলো আর্জেন্টনা। মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে সারাদেশের ফুটবলপ্রেমীরা। সেই উল্লাসে মেতে উঠতে বাদ পড়েনি চুয়াডাঙ্গার আর্জেন্টিনার সমর্থকরাও। চুয়াডাঙ্গা জেলাজুড়ে শহর-গ্রামের অলিগলিতে গভীর রাত পর্যন্ত আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ মিছিল, মোটরসাইকেল র‌্যালিসহ নেচে-গেয়ে আনান্দ উল্লাসে ফেটে পড়ে। এছাড়া চুয়াডাঙ্গা জেলা শহরে নানা শোডাউন বের করে আর্জেন্টিনার সমর্থকরা সবাইকে তাক লাগিয়ে দেয়। তবে এরমধ্যে একদল খুঁদে সমর্থক ঘটিয়ে বসে এক অন্যরকম কাণ্ড। তারা প্রিয় দলের বিশ্বকাপ জয়ের পর উল্লাস উল্লাস করতে করতে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে একটি ট্র্যাকযোগে চুয়াডাঙ্গা শহরে আসে এবং শহরের মাথাভাঙ্গা সেতুতে উল্লাসে মেতে উঠে। এসময় তাদের উল্লাসে বাঁধ সাধে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। কারণ পার্শবর্তী উপজেলা থেকে গভীর রাতে একদল অপ্রাপ্তবয়স্ক খুদে সমর্থকরা এভাবে চুয়াডাঙ্গা শহরে চলে আসা এবং ট্রাকের চালক অনভিজ্ঞ হওয়ায় তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে ওই ট্রাক ও ট্রাক মালিকের ভাস্তে অনভিজ্ঞ চালককে থানা হেফাজতে রেখে রাতেই শতাধিক আর্জেন্টনার খুদে সমর্থকদের তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, মেসির হাতে বিশ্বকাপের ট্রফি ওঠার পর পরই খোলা ট্রাকযোগে অনিরাপদভাবে আনন্দ উল্লাসে মেতে উঠে আলমডাঙ্গা উপজেলার বেশকিছু ক্ষুদে সর্মথকসহ আর্জেন্টাইন সমর্থকরা। ট্রাকটি রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর উঠলে পুলিশ সর্মথকসহ ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নেয়।

শিশু ও কিশোররা জানায়, ‘আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় আমরা আলমডাঙ্গা থেকে একটি ট্র্যাকযোগে আনন্দ মিছিল বের করে চুয়াডাঙ্গা শহরে আসি। এরপর পুলিশ আমাদের থানায় নিয়ে আসে।’


সদর থানা পুলিশ জানায়, খোলা ট্রাক ভর্তি করে রাস্তায় শোডাউনে কিশোরদের কোনো নিরাপত্তা না থাকায়, তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়। আনন্দ উল্লাস করতে কোনো বাধা নেই, কিন্তু নিরাপদভাবে উল্লাস করতে হবে। একটি খোলা ট্রাকে চলন্ত অবস্থায় প্রায় শতাধিক অপ্রাপ্তবয়স্ক সমর্থকরা উল্লাস করছিল। এর মধ্যে বেশিরভাগই কিশোর ও শিশু। তাদের বয়স সাত বছর থেকে ১৬ বছরের মধ্যে।

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর একদল শিশু-কিশোর একটি খোলা ট্রাকে করে আনন্দ মিছিল বের করে। তাদের কোনো নিরাপত্তা না থাকায় রাতেই আটক করে থানা হেফাজতে নিই। তবে রাতেই শুধু চালক বাদে সকল শিশু-কিশোরদেরকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেনো এমন কর্মকাণ্ড না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। আমরা ট্রাকটি জব্দ করেছি। পরে ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাইসহ উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবরতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, চুয়াডাঙ্গা শহরের একদল আর্জেটিনার সমর্থক তাদের কয়েকটি ছাগল ও একটি গরু চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, ‘বেশ কয়েকটি ছাগল ও একটি গরু আর্জেটিনার জয়ের পর ভুরিভোজে খাওয়ার জন্য কিনে একটি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া সংলগ্ন জ্বিনতলা মল্লিকপাড়ার একটি খোয়াড়ে (ফার্ম) রাখা রাখা ছিলো। কিন্তু আর্জেটিনার জয়ের পর আনান্দ উল্লাস শেষে খোয়াড়ে গেলে গরু ও ছাগলগুলো খুঁেজ পাওয়া যায়নি।’
চুয়াডাঙ্গা জেলা আর্জেটিনা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাফিজুর রহমান মাফি অভিযোগ করে বলেন, আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম, আমাদের দল বিজয়ী হলে আমার ছাগল ও গরু জবাই করে ভুরিভোজ করবো। সে অনুযায়ী আমরা কয়েকটি ছাগল এবং একটি গরু কিনে একটি খোয়াড়ে রেখেছিলাম। কিন্তু রাতে খেলা শেষে সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি এগুলো আর্জেটিনা বিদ্বেষী অন্যদলের সমর্তকরা চুরি করেছে। তবে এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

তবে এ ঘটনায় আর্জেটিনার সমর্থক গোষ্ঠীর সদস্যদের অভিযোগ ভিত্তিহীন বলে অনেকেই দাবি করছেন। এছাড়া চুয়াডাঙ্গা সদর থানা পুলিশও বলছে এরকম কোনো ঘটনা তাদের জানা নেই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় চুয়াডাঙ্গায় উল্লাসের ঢেউ

আপলোড টাইম : ০৩:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

ট্রাকটি জব্দ রেখে চালক বাদে শিশু-কিশোরদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে : ওসি মাহাব্বুর রহমান

সমীকরণ প্রতিবেদন:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতলো আর্জেন্টনা। মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে সারাদেশের ফুটবলপ্রেমীরা। সেই উল্লাসে মেতে উঠতে বাদ পড়েনি চুয়াডাঙ্গার আর্জেন্টিনার সমর্থকরাও। চুয়াডাঙ্গা জেলাজুড়ে শহর-গ্রামের অলিগলিতে গভীর রাত পর্যন্ত আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ মিছিল, মোটরসাইকেল র‌্যালিসহ নেচে-গেয়ে আনান্দ উল্লাসে ফেটে পড়ে। এছাড়া চুয়াডাঙ্গা জেলা শহরে নানা শোডাউন বের করে আর্জেন্টিনার সমর্থকরা সবাইকে তাক লাগিয়ে দেয়। তবে এরমধ্যে একদল খুঁদে সমর্থক ঘটিয়ে বসে এক অন্যরকম কাণ্ড। তারা প্রিয় দলের বিশ্বকাপ জয়ের পর উল্লাস উল্লাস করতে করতে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে একটি ট্র্যাকযোগে চুয়াডাঙ্গা শহরে আসে এবং শহরের মাথাভাঙ্গা সেতুতে উল্লাসে মেতে উঠে। এসময় তাদের উল্লাসে বাঁধ সাধে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। কারণ পার্শবর্তী উপজেলা থেকে গভীর রাতে একদল অপ্রাপ্তবয়স্ক খুদে সমর্থকরা এভাবে চুয়াডাঙ্গা শহরে চলে আসা এবং ট্রাকের চালক অনভিজ্ঞ হওয়ায় তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে ওই ট্রাক ও ট্রাক মালিকের ভাস্তে অনভিজ্ঞ চালককে থানা হেফাজতে রেখে রাতেই শতাধিক আর্জেন্টনার খুদে সমর্থকদের তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, মেসির হাতে বিশ্বকাপের ট্রফি ওঠার পর পরই খোলা ট্রাকযোগে অনিরাপদভাবে আনন্দ উল্লাসে মেতে উঠে আলমডাঙ্গা উপজেলার বেশকিছু ক্ষুদে সর্মথকসহ আর্জেন্টাইন সমর্থকরা। ট্রাকটি রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর উঠলে পুলিশ সর্মথকসহ ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নেয়।

শিশু ও কিশোররা জানায়, ‘আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় আমরা আলমডাঙ্গা থেকে একটি ট্র্যাকযোগে আনন্দ মিছিল বের করে চুয়াডাঙ্গা শহরে আসি। এরপর পুলিশ আমাদের থানায় নিয়ে আসে।’


সদর থানা পুলিশ জানায়, খোলা ট্রাক ভর্তি করে রাস্তায় শোডাউনে কিশোরদের কোনো নিরাপত্তা না থাকায়, তাদেরকে থানা হেফাজতে নেওয়া হয়। আনন্দ উল্লাস করতে কোনো বাধা নেই, কিন্তু নিরাপদভাবে উল্লাস করতে হবে। একটি খোলা ট্রাকে চলন্ত অবস্থায় প্রায় শতাধিক অপ্রাপ্তবয়স্ক সমর্থকরা উল্লাস করছিল। এর মধ্যে বেশিরভাগই কিশোর ও শিশু। তাদের বয়স সাত বছর থেকে ১৬ বছরের মধ্যে।

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর একদল শিশু-কিশোর একটি খোলা ট্রাকে করে আনন্দ মিছিল বের করে। তাদের কোনো নিরাপত্তা না থাকায় রাতেই আটক করে থানা হেফাজতে নিই। তবে রাতেই শুধু চালক বাদে সকল শিশু-কিশোরদেরকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেনো এমন কর্মকাণ্ড না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। আমরা ট্রাকটি জব্দ করেছি। পরে ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাইসহ উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবরতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, চুয়াডাঙ্গা শহরের একদল আর্জেটিনার সমর্থক তাদের কয়েকটি ছাগল ও একটি গরু চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেছেন। তারা বলছেন, ‘বেশ কয়েকটি ছাগল ও একটি গরু আর্জেটিনার জয়ের পর ভুরিভোজে খাওয়ার জন্য কিনে একটি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া সংলগ্ন জ্বিনতলা মল্লিকপাড়ার একটি খোয়াড়ে (ফার্ম) রাখা রাখা ছিলো। কিন্তু আর্জেটিনার জয়ের পর আনান্দ উল্লাস শেষে খোয়াড়ে গেলে গরু ও ছাগলগুলো খুঁেজ পাওয়া যায়নি।’
চুয়াডাঙ্গা জেলা আর্জেটিনা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাফিজুর রহমান মাফি অভিযোগ করে বলেন, আমরা আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম, আমাদের দল বিজয়ী হলে আমার ছাগল ও গরু জবাই করে ভুরিভোজ করবো। সে অনুযায়ী আমরা কয়েকটি ছাগল এবং একটি গরু কিনে একটি খোয়াড়ে রেখেছিলাম। কিন্তু রাতে খেলা শেষে সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি এগুলো আর্জেটিনা বিদ্বেষী অন্যদলের সমর্তকরা চুরি করেছে। তবে এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

তবে এ ঘটনায় আর্জেটিনার সমর্থক গোষ্ঠীর সদস্যদের অভিযোগ ভিত্তিহীন বলে অনেকেই দাবি করছেন। এছাড়া চুয়াডাঙ্গা সদর থানা পুলিশও বলছে এরকম কোনো ঘটনা তাদের জানা নেই।