ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ১৩ বার পড়া হয়েছে

আওয়াল হোসেনের প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। একদিকে কৃষকের ঘরে নতুন ধান উঠছে, সেই সঙ্গে মিষ্টি খেজুর রস ও চাল কুমড়া এবং ডালের সাথে মিশ্রিত বড়ি অন্য রকম খুশি ও আনন্দ বয়ে এনেছে কৃষকদের মাঝে।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্র্তা মো. মনিরুজ্জামান বলেন, দামুড়হুদা উপজেলায় চলতি মৌসুমে ৭ হাজার ১৫৫ হেক্টর জমিতে আমন ধান উৎপাদন করা হয়েছে। হেক্টর প্রতি ৫ দশমিক ১ টন হারে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩ লাখ ৬৪ হাজার ৯০৫ মেট্রিক টন ধান উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর ১৭০ হেক্টর জমিতে আমন ধান বেশি রোপন হয়েছে। গত বছর ৬ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল। গত বছর আমন ধনের উৎপাদন হয়েছিল ৩ লাখ ৫৬ হাজার ২৩৫ মেট্রিক টন। যা দিয়ে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়।

উপজেলার দুধপাতিলা গ্রামের কৃষক মিলন ও শহিদুল ইসলাম জানান, এ বছর আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। বিঘাপতি ১৭ থেকে ২০ মণ হারে আমন ধানের উৎপাদন হচ্ছে। তবে সরকার যদি ঠিকমত সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা এবং এর মূল্য কৃষকের নাগালের মধ্যে থাকে, তাহলে এ অঞ্চলের মানুষ ধান উৎপাদন করতে আরও আগ্রহ পাবে। এলাকার কৃষকদের দাবি সরকারকে কৃষি ও কৃষকবান্ধব হতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

আপলোড টাইম : ১০:০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

আওয়াল হোসেনের প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। একদিকে কৃষকের ঘরে নতুন ধান উঠছে, সেই সঙ্গে মিষ্টি খেজুর রস ও চাল কুমড়া এবং ডালের সাথে মিশ্রিত বড়ি অন্য রকম খুশি ও আনন্দ বয়ে এনেছে কৃষকদের মাঝে।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্র্তা মো. মনিরুজ্জামান বলেন, দামুড়হুদা উপজেলায় চলতি মৌসুমে ৭ হাজার ১৫৫ হেক্টর জমিতে আমন ধান উৎপাদন করা হয়েছে। হেক্টর প্রতি ৫ দশমিক ১ টন হারে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩ লাখ ৬৪ হাজার ৯০৫ মেট্রিক টন ধান উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর ১৭০ হেক্টর জমিতে আমন ধান বেশি রোপন হয়েছে। গত বছর ৬ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল। গত বছর আমন ধনের উৎপাদন হয়েছিল ৩ লাখ ৫৬ হাজার ২৩৫ মেট্রিক টন। যা দিয়ে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়।

উপজেলার দুধপাতিলা গ্রামের কৃষক মিলন ও শহিদুল ইসলাম জানান, এ বছর আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। বিঘাপতি ১৭ থেকে ২০ মণ হারে আমন ধানের উৎপাদন হচ্ছে। তবে সরকার যদি ঠিকমত সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা এবং এর মূল্য কৃষকের নাগালের মধ্যে থাকে, তাহলে এ অঞ্চলের মানুষ ধান উৎপাদন করতে আরও আগ্রহ পাবে। এলাকার কৃষকদের দাবি সরকারকে কৃষি ও কৃষকবান্ধব হতে হবে।