ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আবারও খুলনা রেঞ্জে শ্রেষ্ঠ চুয়াডাঙ্গা জেলা পুলিশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: আবারো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার)-এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নি.) মো. আশিকুল ইসলাম মনোনিত হয়। খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার) নিকট হতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা) শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং সদর থানা চুয়াডাঙ্গার এসআই (নি.) মো. আশিকুল ইসলাম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই পুরস্কার লাভ করেন। এসময় পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি নিকট থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম(বার), চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার- ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আবারও খুলনা রেঞ্জে শ্রেষ্ঠ চুয়াডাঙ্গা জেলা পুলিশ

আপলোড টাইম : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: আবারো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার)-এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, প্রতিক্রিয়াশীল চক্রের কার্যকলাপ সম্পর্কে সজাগ থাকা এবং অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নি.) মো. আশিকুল ইসলাম মনোনিত হয়। খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম (বার) নিকট হতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা) শ্রেষ্ঠ জেলার পুরস্কার এবং সদর থানা চুয়াডাঙ্গার এসআই (নি.) মো. আশিকুল ইসলাম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই পুরস্কার লাভ করেন। এসময় পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি নিকট থেকে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি পেয়ে ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম(বার), চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার অফিসার- ফোর্সদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।