ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

আন্দুলবাড়ীয়ায় সার ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে এক সার ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স তানভীর ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সার ও কীটনাশক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে ১৯৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক মেসার্স তানভীর ট্রেডার্স-এর স্বত্ত্বাধিকারী বজলুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর, ইসমত আরা সুলতানা বকুল, ইউএনও অফিসের সিএ সালাহ্ উদ্দীন, শাহাপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই আব্দুল হাইসহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষকদের সুবিধার কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে সার দিয়ে যাচ্ছেন। জীবননগর উপজেলায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে। নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো কৃষকের নিকট সারের মূল্যে বেশি রাখছে অথবা সার নেই, এমন কথা যদি কোনো সার ডিলার ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা বলে থাকেন, তাহলে আপনারা আমাদেরকে জানান। মনিটরিং টিম দ্রুত তদন্ত পূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা নেবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আন্দুলবাড়ীয়ায় সার ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৮:০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে এক সার ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স তানভীর ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সার ও কীটনাশক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে ১৯৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক মেসার্স তানভীর ট্রেডার্স-এর স্বত্ত্বাধিকারী বজলুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর, ইসমত আরা সুলতানা বকুল, ইউএনও অফিসের সিএ সালাহ্ উদ্দীন, শাহাপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই আব্দুল হাইসহ সঙ্গীয় ফোর্স।

এ ব্যাপারে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষকদের সুবিধার কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে সার দিয়ে যাচ্ছেন। জীবননগর উপজেলায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে। নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোনো কৃষকের নিকট সারের মূল্যে বেশি রাখছে অথবা সার নেই, এমন কথা যদি কোনো সার ডিলার ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা বলে থাকেন, তাহলে আপনারা আমাদেরকে জানান। মনিটরিং টিম দ্রুত তদন্ত পূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা নেবে।