ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আন্দুলবাড়ীয়া’র প্রয়াত মাওলানা শামসুল আলমের সহধর্মিনীর ইন্তেকাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / ১৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া’র প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল আলমের সহধর্মিনী মর্জিনা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। গত শুক্রবার রাত ১১ টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানীপাড়ার প্রখ্যাত আলেম প্রয়াত হযরত মাওলানা শামসুল আলমের সহধর্মিনী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমানের মা গত শুক্রবার রাত ১১ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য নিকট গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বেলা সাড়ে ১১ টায় আন্দুলবাড়ীয়া’র পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়। মরহুমার জানাজা ও দাফন কার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী নজরুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আওয়ামী লীগ নেতা মোল্লা ফখরুল হাসান টুটুল, নাজের আলী, সাইদুর রহমান শাহিনুর মাস্টার, সাজ্জাদ বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী শওকত আলী, হযরত মাওলানা আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, আনোয়ার হুসাইন, নাঈমুর রহমান খান, স্থানীয় গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আন্দুলবাড়ীয়া’র প্রয়াত মাওলানা শামসুল আলমের সহধর্মিনীর ইন্তেকাল

আপলোড টাইম : ০৯:৫৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া’র প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল আলমের সহধর্মিনী মর্জিনা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। গত শুক্রবার রাত ১১ টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানীপাড়ার প্রখ্যাত আলেম প্রয়াত হযরত মাওলানা শামসুল আলমের সহধর্মিনী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমানের মা গত শুক্রবার রাত ১১ টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য নিকট গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বেলা সাড়ে ১১ টায় আন্দুলবাড়ীয়া’র পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়। মরহুমার জানাজা ও দাফন কার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী নজরুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আওয়ামী লীগ নেতা মোল্লা ফখরুল হাসান টুটুল, নাজের আলী, সাইদুর রহমান শাহিনুর মাস্টার, সাজ্জাদ বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী শওকত আলী, হযরত মাওলানা আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, আনোয়ার হুসাইন, নাঈমুর রহমান খান, স্থানীয় গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ।