ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আন্দুলবাড়ীয়ায় শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
‘ভয় নাই, খেলাধুলায় মিলবে জয়, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ’ স্লোগানে আন্দুলবাড়ীয়ায় শীতকালীন ছোটদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন নির্ভীক ফাউন্ডেশন। নির্ভীক ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাঈমুর রহমান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক।

বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন ও সিনিয়র সদস্য ইন্নাল হোসেন সবুজ। এসময় উপস্থিত ছিলেন নির্ভীক ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোল্লা মিতুল হোসেন, কেন্দ্রীয় সদস্য মোল্লা হাসিবুর রহমান নিহান, সদস্য কামাল হোসেন, খন্দকার সোয়াইব, রাইয়্যান আরাফাত সোহান, রাতুল হোসেন, বর্ণ প্রমুখ।

সপ্তাহব্যাপী টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও ভৈরব নামক চারটি দল অংশগ্রহণ করে। নক আউট পর্ব শেষে পদ্মা ও ভৈরব ক্রিকেট একাদশ ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে আন্দুলবাড়ীয়া পদ্মা দলের নেতৃত্ব দেন জাইদুল ইসলাম ও ভৈরব টিমে মির্জা সামির। খেলায় পদ্মা দলকে ২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভৈরব দল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্দুলবাড়ীয়ার গর্ব দেশসেরা দৌড়বিদ রায়হ্যান আরাফাত সোহানকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় পদ্মা ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক মির্জা সামির। এছাড়াও সেরা ফিল্ডার নাজমুল, সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন আরাফাত। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সকল খেলোয়ারদের হাতে মেডেল, ট্রফি, ক্রেস্ট ও ক্রীড়া উপহার সামগ্রী দেন অতিথিরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আন্দুলবাড়ীয়ায় শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ০১:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
‘ভয় নাই, খেলাধুলায় মিলবে জয়, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ’ স্লোগানে আন্দুলবাড়ীয়ায় শীতকালীন ছোটদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন নির্ভীক ফাউন্ডেশন। নির্ভীক ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাঈমুর রহমান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক।

বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন ও সিনিয়র সদস্য ইন্নাল হোসেন সবুজ। এসময় উপস্থিত ছিলেন নির্ভীক ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোল্লা মিতুল হোসেন, কেন্দ্রীয় সদস্য মোল্লা হাসিবুর রহমান নিহান, সদস্য কামাল হোসেন, খন্দকার সোয়াইব, রাইয়্যান আরাফাত সোহান, রাতুল হোসেন, বর্ণ প্রমুখ।

সপ্তাহব্যাপী টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও ভৈরব নামক চারটি দল অংশগ্রহণ করে। নক আউট পর্ব শেষে পদ্মা ও ভৈরব ক্রিকেট একাদশ ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে আন্দুলবাড়ীয়া পদ্মা দলের নেতৃত্ব দেন জাইদুল ইসলাম ও ভৈরব টিমে মির্জা সামির। খেলায় পদ্মা দলকে ২২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভৈরব দল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্দুলবাড়ীয়ার গর্ব দেশসেরা দৌড়বিদ রায়হ্যান আরাফাত সোহানকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় পদ্মা ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক মির্জা সামির। এছাড়াও সেরা ফিল্ডার নাজমুল, সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন আরাফাত। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সকল খেলোয়ারদের হাতে মেডেল, ট্রফি, ক্রেস্ট ও ক্রীড়া উপহার সামগ্রী দেন অতিথিরা।