ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আন্দুলবাড়ীয়ায় দুই মোটরসাইকেল সংঘর্ষ; কিশোরের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফত হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আন্দুলবাড়ীয়ার হারদা মাঠপাড়ার নুড়িতলা মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরও তিন যাত্রী জখম হন। নিহত আরাফাত আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রীপাড়া রাজমিস্ত্রী হাবিল উদ্দীনের একমাত্র ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মমিনুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), সানোয়ার হোসেনের ছেলে সুমন আলী (২৩) ও ছোট হারদা মাঠপাড়ার ওমর আলীর ছেলে নাসিম হোসেন (২৩)।

জানাগেছে, গতকাল দুপুরে জাহাঙ্গীর আলম, সুমন আলী ও নাসিম হোসেন একটি মোটরসাইকেলে নুড়িতলা মাঠে পৌঁছালে আরাফাতের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে চারজনই গুরুতর জখম হয়। স্থানীয়রা আরাফতকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলম, সুমন আলী ও নাসিম হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে নাসিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাড়ি পাঠানো হয়, তবে জখম গুরুতর হওয়ায় জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিবর্শন করে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনিরুজ্জামান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আন্দুলবাড়ীয়ায় দুই মোটরসাইকেল সংঘর্ষ; কিশোরের মৃত্যু

আপলোড টাইম : ০৯:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফত হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আন্দুলবাড়ীয়ার হারদা মাঠপাড়ার নুড়িতলা মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরও তিন যাত্রী জখম হন। নিহত আরাফাত আন্দুলবাড়ীয়া গ্রামের মিস্ত্রীপাড়া রাজমিস্ত্রী হাবিল উদ্দীনের একমাত্র ছেলে। আহতরা হলেন- একই গ্রামের মমিনুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), সানোয়ার হোসেনের ছেলে সুমন আলী (২৩) ও ছোট হারদা মাঠপাড়ার ওমর আলীর ছেলে নাসিম হোসেন (২৩)।

জানাগেছে, গতকাল দুপুরে জাহাঙ্গীর আলম, সুমন আলী ও নাসিম হোসেন একটি মোটরসাইকেলে নুড়িতলা মাঠে পৌঁছালে আরাফাতের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে চারজনই গুরুতর জখম হয়। স্থানীয়রা আরাফতকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত জাহাঙ্গীর আলম, সুমন আলী ও নাসিম হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে নাসিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাড়ি পাঠানো হয়, তবে জখম গুরুতর হওয়ায় জাহাঙ্গীর আলম ও সানোয়ার হোসেনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিবর্শন করে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনিরুজ্জামান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দিয়ে হস্তান্তর করা হয়েছে।