ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের আহ্বান; সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরাই হচ্ছে দলের প্রাণ। তৃণমূল ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলেই সকল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী হয়ে ওঠে। আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও জুলুম উপেক্ষা করে গণতন্ত্রকে সুসংহত করতে আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে জনগণের দল বিএনপিকে শক্তিশালী করতে হবে। তাই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সকল সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’ এসময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সদর উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ইসলাম নজু, এম. জেনারেল ইসলাম, আবুবক্কর সিদ্দিক আবু, রাফাতুল্লা মহলদার, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, নুরনবী সামদানি, মনিরুজ্জামান লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও  মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন।

এছাড়াও উপস্থিত জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আবুল কালাম আজাদ, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইবাদত হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মজিদ, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির নেতা বাবুল জোয়ার্দ্দার, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন ইংরেজ, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা নুর গনী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির নেতা রবিউল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের আহ্বান; সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ

আপলোড টাইম : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীরাই হচ্ছে দলের প্রাণ। তৃণমূল ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলেই সকল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী হয়ে ওঠে। আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও জুলুম উপেক্ষা করে গণতন্ত্রকে সুসংহত করতে আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে জনগণের দল বিএনপিকে শক্তিশালী করতে হবে। তাই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সকল সৈনিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’ এসময় তিনি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সদর উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ইসলাম নজু, এম. জেনারেল ইসলাম, আবুবক্কর সিদ্দিক আবু, রাফাতুল্লা মহলদার, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, নুরনবী সামদানি, মনিরুজ্জামান লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও  মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন।

এছাড়াও উপস্থিত জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আবুল কালাম আজাদ, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইবাদত হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মজিদ, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির নেতা বাবুল জোয়ার্দ্দার, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন ইংরেজ, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতা নুর গনী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির নেতা রবিউল ইসলাম।