ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

অসাবধানতা, আলমসাধুর বেল্টে মাফলার পেচিয়ে আহত ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অসাবধানতায় চালকের গলার মাফলার আলমসাধুর বেল্টে পেচিয়ে উল্টে চালকসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ সিপি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত এলাহীর ছেলে আলমসাধু চালক রুপচাঁদ হোসেন (৪৫), একই এলাকার মৃত মার্জিন মোল্লার ছেলে মোতালেব (৫০) ও মৃত আব্দুল খালেকের ছেলে মহসীন হোসেন (৩৭)।

জানা যায়, গতকাল দুপুরে রুপচাঁদ হোসেনের আলমসাধুযোগে কয়েকটি গরু নিয়ে ১০ মাইল বাজারের দিকে যাচ্ছিল মোতালেব ও মহসীন হোসেন। পথের মধ্যে সরোজগঞ্জ সিপি কারখানার সামনে পৌঁছালে চালক রুপচাঁদের গলার মাফলার আলমসাধুর বেল্টে পেঁচিয়ে যায়। এসময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক ও আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর একটার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তিনজনকেই জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অসাবধানতা, আলমসাধুর বেল্টে মাফলার পেচিয়ে আহত ৩

আপলোড টাইম : ০২:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অসাবধানতায় চালকের গলার মাফলার আলমসাধুর বেল্টে পেচিয়ে উল্টে চালকসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। গতকাল শনিবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ সিপি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত এলাহীর ছেলে আলমসাধু চালক রুপচাঁদ হোসেন (৪৫), একই এলাকার মৃত মার্জিন মোল্লার ছেলে মোতালেব (৫০) ও মৃত আব্দুল খালেকের ছেলে মহসীন হোসেন (৩৭)।

জানা যায়, গতকাল দুপুরে রুপচাঁদ হোসেনের আলমসাধুযোগে কয়েকটি গরু নিয়ে ১০ মাইল বাজারের দিকে যাচ্ছিল মোতালেব ও মহসীন হোসেন। পথের মধ্যে সরোজগঞ্জ সিপি কারখানার সামনে পৌঁছালে চালক রুপচাঁদের গলার মাফলার আলমসাধুর বেল্টে পেঁচিয়ে যায়। এসময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক ও আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর একটার দিকে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। তিনজনকেই জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’