ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

অভিমানে প্রাণ দিলেন কলেজছাত্রী!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নূরজাহান (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সাথে মনোমালিণ্য হলে ওই কলেজছাত্রী অভিমান করে গলায় ফাঁস নেন। এসময় পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত নূরজাহান আরামপাড়ার মিলন হোসেনের মেয়ে ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোনের মধ্যে নূরজাহান বড়। কলেজে লেখাপড়া করলেও নূরজাহানের পিতা তার বাইরে ঘোরাফেরা পছন্দ করতেন না। তাকে সবসময় বাড়ির মধ্যেই থাকতে বলতেন। এ নিয়ে বিভিন্ন সময় নূরজাহান ও তার পিতা-মাতার মধ্যে রাগ-অভিমানের সৃষ্টি হতো। এসময় নূরজাহান নিজ ঘরে থাকলেও কারো সঙ্গে কথাও বলত না। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় সে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওঁড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের সদস্যরা নূরজাহানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক ডা. তাসনিম আফরীন জ্যোতি বলেন, ‘রাত পৌনে আটটার দিকে পরিবারের সদস্যরা নূরজাহানকে জরুরি বিভাগে নেয়। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ বলেন, ‘পৌর এলাকার আরামপাড়ায় নূরজাহান নামের এক কলেজছাত্রীর মৃত্যুর বিষয়ে জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তার মূল কারণ বা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নূরজাহানের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাশঘরে রাখা ছিল। আজ ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অভিমানে প্রাণ দিলেন কলেজছাত্রী!

আপলোড টাইম : ০৭:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নূরজাহান (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সাথে মনোমালিণ্য হলে ওই কলেজছাত্রী অভিমান করে গলায় ফাঁস নেন। এসময় পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত নূরজাহান আরামপাড়ার মিলন হোসেনের মেয়ে ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোনের মধ্যে নূরজাহান বড়। কলেজে লেখাপড়া করলেও নূরজাহানের পিতা তার বাইরে ঘোরাফেরা পছন্দ করতেন না। তাকে সবসময় বাড়ির মধ্যেই থাকতে বলতেন। এ নিয়ে বিভিন্ন সময় নূরজাহান ও তার পিতা-মাতার মধ্যে রাগ-অভিমানের সৃষ্টি হতো। এসময় নূরজাহান নিজ ঘরে থাকলেও কারো সঙ্গে কথাও বলত না। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় সে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওঁড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় পরিবারের সদস্যরা নূরজাহানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক ডা. তাসনিম আফরীন জ্যোতি বলেন, ‘রাত পৌনে আটটার দিকে পরিবারের সদস্যরা নূরজাহানকে জরুরি বিভাগে নেয়। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ বলেন, ‘পৌর এলাকার আরামপাড়ায় নূরজাহান নামের এক কলেজছাত্রীর মৃত্যুর বিষয়ে জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তার মূল কারণ বা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নূরজাহানের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাশঘরে রাখা ছিল। আজ ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।