ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তিন পরিবারের পাশে ইউএনও শামীম ভূইয়া

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ১০:০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • / ৩৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুরের ঝাজরী গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ ওই তিন পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়।

জানা যায়, গত পরশু বুধবার সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঝাঝরী গ্রামের স্কুলপাড়ার বারেক আলীর ছেলে আবু বক্করের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় আবু বক্করের দুই ছেলে সামাদ ও নাজিমের বাড়ীও পুড়ে যায়। মুহুর্তেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের মধ্য থাকা আসবাবপত্রসহ ও নগদ দেড় লক্ষ টাকা সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনাটি সম্পর্কে জানতে পেরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়া বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের মাধ্যমে রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য শীতবস্ত্র প্রদান করেন। পরদিন সকালে বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার ও সচিব ফয়জুর রহমান ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের গৃহস্থলি পন্য সামগ্রী কিনে দেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন এবং প্রয়োজনে তাদের সরকারিভাবে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রতি প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তিন পরিবারের পাশে ইউএনও শামীম ভূইয়া

আপলোড টাইম : ১০:০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুরের ঝাজরী গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ ওই তিন পরিবারের মাঝে খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়।

জানা যায়, গত পরশু বুধবার সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঝাঝরী গ্রামের স্কুলপাড়ার বারেক আলীর ছেলে আবু বক্করের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় আবু বক্করের দুই ছেলে সামাদ ও নাজিমের বাড়ীও পুড়ে যায়। মুহুর্তেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের মধ্য থাকা আসবাবপত্রসহ ও নগদ দেড় লক্ষ টাকা সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনাটি সম্পর্কে জানতে পেরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুইয়া বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দারের মাধ্যমে রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য শীতবস্ত্র প্রদান করেন। পরদিন সকালে বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার ও সচিব ফয়জুর রহমান ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের গৃহস্থলি পন্য সামগ্রী কিনে দেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন এবং প্রয়োজনে তাদের সরকারিভাবে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রতি প্রদান করেন।