ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্র উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

দর্শনা অফিস/প্রতিবেদক, জয়রামপুর:
চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার জয়রামপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাহিন খান (১২) নামের এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাতটার দিকে দামুড়হুদার জয়রামপুর গ্রামের কাঁঠালতলার লেবু বাগান কানাপুকুর নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র রাজবাড়ী জেলার পাংশা থানাধীন রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও পাংশা আজিজপুর হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, গতকাল সকালে জয়রামপুর গ্রামের কাঁঠালতলা এলাকার কানাপুকুর নামক স্থানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি শিশুকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাহিন খানকে উদ্ধার করে জিম্মায় নেয়। পরবর্তীতে শিশুটি তার পরিচয় ও পরিবারে সদস্যদের বিষয়ে জানায়। খবর পেয় গতকালই শিশুটির পরিবারের সদস্যরা দামুড়হুদা থানায় হাজির হয়।

শিশুটির পিতা আব্দুর রাজ্জাক বলেন, ‘গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মাহিন। আনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ (গতকাল বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে থানা থেকে ফোন করে মাহিনকে উদ্ধারের বিষয়ে জানায়। মহিনের নানা বাড়ি আলমডাঙ্গায়। সেখানেও তার খোঁজ করেছিলাম। তবে সে কাঁঠালতলা এলাকায় কীভাবে এলো, আর কে বা কারা তাকে হাত-মুখ ও দুই পা বাঁধা অবস্থায় ফেলে রেখে গেছে, জানি না।’

দামুড়হুদা মডেল থানার এসআই তৌহিদ হোসেন বলেন, ‘শিশুটি আমাদেরকে জানিয়েছে গত মঙ্গলবার মাহিন মাদ্রাসার ক্লাস শেষ করে বাইরে খেলা করছিল। এসময় অপরিচিত একজন ব্যক্তি মাহিনকে স্থানীয় পেট্রল পাম্প দেখিয়ে দিতে বলে। মাহিন পেট্রল পাম্প দেখাতে গেলে ওই ব্যক্তি মাহিনের মুখ চেপে ধরে নিয়ে যায়। শিশুটি এর থেকে আর বেশি কিছুই বলতে পারছে না।’
এ বিষয় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘শিশুটির নিকট থেকে আমরা বেশকিছু তথ্য পেয়েছি। শিশুটিকে তার পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্র উদ্ধার

আপলোড টাইম : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

দর্শনা অফিস/প্রতিবেদক, জয়রামপুর:
চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার জয়রামপুরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাহিন খান (১২) নামের এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাতটার দিকে দামুড়হুদার জয়রামপুর গ্রামের কাঁঠালতলার লেবু বাগান কানাপুকুর নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র রাজবাড়ী জেলার পাংশা থানাধীন রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও পাংশা আজিজপুর হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, গতকাল সকালে জয়রামপুর গ্রামের কাঁঠালতলা এলাকার কানাপুকুর নামক স্থানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি শিশুকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মাহিন খানকে উদ্ধার করে জিম্মায় নেয়। পরবর্তীতে শিশুটি তার পরিচয় ও পরিবারে সদস্যদের বিষয়ে জানায়। খবর পেয় গতকালই শিশুটির পরিবারের সদস্যরা দামুড়হুদা থানায় হাজির হয়।

শিশুটির পিতা আব্দুর রাজ্জাক বলেন, ‘গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি মাহিন। আনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ (গতকাল বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে থানা থেকে ফোন করে মাহিনকে উদ্ধারের বিষয়ে জানায়। মহিনের নানা বাড়ি আলমডাঙ্গায়। সেখানেও তার খোঁজ করেছিলাম। তবে সে কাঁঠালতলা এলাকায় কীভাবে এলো, আর কে বা কারা তাকে হাত-মুখ ও দুই পা বাঁধা অবস্থায় ফেলে রেখে গেছে, জানি না।’

দামুড়হুদা মডেল থানার এসআই তৌহিদ হোসেন বলেন, ‘শিশুটি আমাদেরকে জানিয়েছে গত মঙ্গলবার মাহিন মাদ্রাসার ক্লাস শেষ করে বাইরে খেলা করছিল। এসময় অপরিচিত একজন ব্যক্তি মাহিনকে স্থানীয় পেট্রল পাম্প দেখিয়ে দিতে বলে। মাহিন পেট্রল পাম্প দেখাতে গেলে ওই ব্যক্তি মাহিনের মুখ চেপে ধরে নিয়ে যায়। শিশুটি এর থেকে আর বেশি কিছুই বলতে পারছে না।’
এ বিষয় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘শিশুটির নিকট থেকে আমরা বেশকিছু তথ্য পেয়েছি। শিশুটিকে তার পরিবারের সদস্যদের জিম্মায় দেওয়া হবে।’