ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

হরিণাকুণ্ডুতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীনদের জন্য ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার আরশিনগরে নির্মিত ও নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে আসেন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর মধ্যেও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ ও জনপ্রতিনিধিরা গৃহনির্মাণ কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হান্নান শেখ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শাহীন, সহকারী কমিশনার ভূমি (হরিণাকুণ্ডু) সেলিম রেজা, হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান

আপলোড টাইম : ০২:২৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীনদের জন্য ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার আরশিনগরে নির্মিত ও নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এই আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে আসেন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দশমিক ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর মধ্যেও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ ও জনপ্রতিনিধিরা গৃহনির্মাণ কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হান্নান শেখ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শাহীন, সহকারী কমিশনার ভূমি (হরিণাকুণ্ডু) সেলিম রেজা, হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইন, হরিণাকুণ্ডু উপজেলা প্রকৌশলী প্রমুখ।