ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশেষ উদ্যোগ, সড়কে নামলেন ডিসি-এসপি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার দুপুর থেকে শুরু হয়েছে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত স্টিকার ও লিফলেট বিতরণ। এ কর্মসূচির শুভ সূচনাকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সুধী উপস্থিত থেকে যানবহনে স্টিকার লাগিয়ে দেন। পরিবহন চালক-শ্রমিকদের মাঝে বিতরণ করা হয় লিফলেট।

‘নিরাপদে চালাই গাড়ি, জীবন নিয়ে বাড়ি ফিরি’ ‘হেলমেট নেই তো জ্বালানিও নেই’ স্লোগানে স্টিকার লাগানোর সময় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে উৎসবের আমেজ ফুটে ওঠে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহববুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। স্টিকার লাগানো কর্মসূচি উদ্বোধনের পর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত সাংবাদিকদের মাঝে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘চুয়াডাঙ্গা থানা ও ট্রাফিক পুলিশ যথযথভাবে আইন প্রয়োগ করছে। চালকদের দায়িত্বশীল করতে জরিমানাও করা হচ্ছে। জরিমানার মধ্যেই সড়ক নিরাপদ করার কার্যক্রম সীমিত না রেখে সড়কে চালক, পথচারীসহ সকলকে সচেতন করার উদ্দেশ্যেই লিফলেট ও স্টিকার লাগানোর এ উদ্যোগ নেয়া হয়েছে। চালক, পথচারীসহ আমরা সকলেই যদি নিজ নিজ ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, নিজের প্রতি নিজে দায়িত্বশীল হই, তাহলে অবশ্যই সড়কে প্রাণহানী হ্রাস পাবে। মানুষ সড়কে বের হয়ে অনেকটাই ঝুঁকিমুক্ত হবে। এ জন্য অবশ্যই প্রয়োজন সর্বস্তরের সকলের সম্মিলিত প্রচেষ্টা। চুয়াডাঙ্গা জেলা পুলিশ মূলত এই প্রচেষ্টারই তাগিদ দিচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশেষ উদ্যোগ, সড়কে নামলেন ডিসি-এসপি

আপলোড টাইম : ১০:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার দুপুর থেকে শুরু হয়েছে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত স্টিকার ও লিফলেট বিতরণ। এ কর্মসূচির শুভ সূচনাকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সুধী উপস্থিত থেকে যানবহনে স্টিকার লাগিয়ে দেন। পরিবহন চালক-শ্রমিকদের মাঝে বিতরণ করা হয় লিফলেট।

‘নিরাপদে চালাই গাড়ি, জীবন নিয়ে বাড়ি ফিরি’ ‘হেলমেট নেই তো জ্বালানিও নেই’ স্লোগানে স্টিকার লাগানোর সময় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে উৎসবের আমেজ ফুটে ওঠে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহববুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। স্টিকার লাগানো কর্মসূচি উদ্বোধনের পর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত সাংবাদিকদের মাঝে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘চুয়াডাঙ্গা থানা ও ট্রাফিক পুলিশ যথযথভাবে আইন প্রয়োগ করছে। চালকদের দায়িত্বশীল করতে জরিমানাও করা হচ্ছে। জরিমানার মধ্যেই সড়ক নিরাপদ করার কার্যক্রম সীমিত না রেখে সড়কে চালক, পথচারীসহ সকলকে সচেতন করার উদ্দেশ্যেই লিফলেট ও স্টিকার লাগানোর এ উদ্যোগ নেয়া হয়েছে। চালক, পথচারীসহ আমরা সকলেই যদি নিজ নিজ ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, নিজের প্রতি নিজে দায়িত্বশীল হই, তাহলে অবশ্যই সড়কে প্রাণহানী হ্রাস পাবে। মানুষ সড়কে বের হয়ে অনেকটাই ঝুঁকিমুক্ত হবে। এ জন্য অবশ্যই প্রয়োজন সর্বস্তরের সকলের সম্মিলিত প্রচেষ্টা। চুয়াডাঙ্গা জেলা পুলিশ মূলত এই প্রচেষ্টারই তাগিদ দিচ্ছে।