ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

স্পট : চুয়াডাঙ্গা সদর থানা: পুলিশ দিচ্ছে চা-চকলেট আর ফুল!

সোহেল রানা ডালিম:
  • আপলোড টাইম : ১১:১৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

গোলাপ ফুল হাতে ফটকের সামনে দাঁড়িয়ে দুই পুলিশ। ফটকে আসতেই সেই ফুল বাড়িয়ে স্বাগত জানানো হচ্ছে সেবাপ্রার্থীদের! শুধু বাইরে নয়, ভেতরেও চমক। প্রত্যেককেই আপ্যায়ন করা হচ্ছে চকলেট ও চা দিয়ে। থানায় আগত সেবাপ্রার্থীদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছে চুয়াডাঙ্গা সদর থানা। থানায় এসে এমন আতিথেয়তা পেয়ে মুগ্ধ সেবাপ্রার্থীরাও।

এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আমরা পুলিশ সম্পর্কে মানুষের ভেতরে থাকা ভুল ভীতি দূর করতে চাই। তাই এই আয়োজন। থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীকেই এভাবে অভ্যার্থনা জানানো হচ্ছে।’

পুলিশ জানায়, মানুষের মনে পুলিশ সম্পর্কে থাকা ভুল ভীতি দূর করতে ব্যতিক্রমী এক আয়োজন গ্রহণ করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। থানায় আগত প্রত্যেককেই মূল ফটকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর ভেতরে চকলেট ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। আগত প্রত্যেক সেবাপ্রার্থীই এমন অভ্যর্থনা পান। এমন অভ্যর্থনায় তারা অভিভূত।

এদিকে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এ উদ্যোগ প্রসংসায় ভাসছে সকলের। চুয়াডাঙ্গার সচেতন সমাজের নাগরিকেরা বলছেন, পুলিশের এরকম উদ্যোগ সমাজে পুলিশকে আরও বেশি বন্ধু ভাবতে শেখাবে। সত্যিই উদ্যোগটি প্রশংসনীয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্পট : চুয়াডাঙ্গা সদর থানা: পুলিশ দিচ্ছে চা-চকলেট আর ফুল!

আপলোড টাইম : ১১:১৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

গোলাপ ফুল হাতে ফটকের সামনে দাঁড়িয়ে দুই পুলিশ। ফটকে আসতেই সেই ফুল বাড়িয়ে স্বাগত জানানো হচ্ছে সেবাপ্রার্থীদের! শুধু বাইরে নয়, ভেতরেও চমক। প্রত্যেককেই আপ্যায়ন করা হচ্ছে চকলেট ও চা দিয়ে। থানায় আগত সেবাপ্রার্থীদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছে চুয়াডাঙ্গা সদর থানা। থানায় এসে এমন আতিথেয়তা পেয়ে মুগ্ধ সেবাপ্রার্থীরাও।

এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আমরা পুলিশ সম্পর্কে মানুষের ভেতরে থাকা ভুল ভীতি দূর করতে চাই। তাই এই আয়োজন। থানায় আগত প্রত্যেক সেবাপ্রার্থীকেই এভাবে অভ্যার্থনা জানানো হচ্ছে।’

পুলিশ জানায়, মানুষের মনে পুলিশ সম্পর্কে থাকা ভুল ভীতি দূর করতে ব্যতিক্রমী এক আয়োজন গ্রহণ করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। থানায় আগত প্রত্যেককেই মূল ফটকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর ভেতরে চকলেট ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। আগত প্রত্যেক সেবাপ্রার্থীই এমন অভ্যর্থনা পান। এমন অভ্যর্থনায় তারা অভিভূত।

এদিকে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এ উদ্যোগ প্রসংসায় ভাসছে সকলের। চুয়াডাঙ্গার সচেতন সমাজের নাগরিকেরা বলছেন, পুলিশের এরকম উদ্যোগ সমাজে পুলিশকে আরও বেশি বন্ধু ভাবতে শেখাবে। সত্যিই উদ্যোগটি প্রশংসনীয়।