ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

স্কাউটসকে গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্কাউটসের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এর আয়োজন করে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা। বাংলাদেশ স্কাউটস গবেষণা ও মূল্যায়ন বিভাগের অর্থায়নে ও ব্যবস্থাপনায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার।
বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা কমিটির সম্পাদক ও কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভির আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের গবেষণা ও মূল্যায়ন বিভাগের উপ-প্রকল্প পরিচালক মামুনুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, জেলা স্কাউটসের কমিশনার মুহাম্মদ আবু তালেব, জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রদান শিক্ষক রেবেকা সুলতানা।
ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন স্কাউটসের লিডার ট্রেইনার কামরুন্নাহার, সদর উপজেলা স্কাউটসের কমিশনার সাবিউল মাওলা, সদর উপজেলা কাব লিডার মাহিদুল হক জোয়ার্দ্দার, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, দামুড়হুদা উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবুর রহমান, দামুড়হুদা উপজেলা স্কাউটসের সম্পাদক আকবর আলী, জীবননগর উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। এসময় ওয়ার্কশপে স্কাউটসের চুয়াডাঙ্গা জেলা ও সকল উপজেলা পর্যায়ের প্রায় ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী ওয়ার্কশপে স্কাউটিংয়ে গবেষণা মূল্যায়নের প্রয়োজনীয়তা, জেলা-উপজেলার সহকারী স্কাউট কমিশনার, কাব লিডার ও স্কাউট লিডারদের নিয়োগ ও কার্যপরিধি, বেসিক কোর্স পরবর্তী দল গঠনের কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার স্কাউটসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। আরও বেশি স্কাউটসকে গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্কাউটসকে গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান

আপলোড টাইম : ১১:২২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্কাউটসের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এর আয়োজন করে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা। বাংলাদেশ স্কাউটস গবেষণা ও মূল্যায়ন বিভাগের অর্থায়নে ও ব্যবস্থাপনায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার।
বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা কমিটির সম্পাদক ও কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভির আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের গবেষণা ও মূল্যায়ন বিভাগের উপ-প্রকল্প পরিচালক মামুনুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, জেলা স্কাউটসের কমিশনার মুহাম্মদ আবু তালেব, জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ অমল ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রদান শিক্ষক রেবেকা সুলতানা।
ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন স্কাউটসের লিডার ট্রেইনার কামরুন্নাহার, সদর উপজেলা স্কাউটসের কমিশনার সাবিউল মাওলা, সদর উপজেলা কাব লিডার মাহিদুল হক জোয়ার্দ্দার, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, দামুড়হুদা উপজেলা স্কাউটসের কমিশনার হাবিবুর রহমান, দামুড়হুদা উপজেলা স্কাউটসের সম্পাদক আকবর আলী, জীবননগর উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা স্কাউটসের সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। এসময় ওয়ার্কশপে স্কাউটসের চুয়াডাঙ্গা জেলা ও সকল উপজেলা পর্যায়ের প্রায় ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী ওয়ার্কশপে স্কাউটিংয়ে গবেষণা মূল্যায়নের প্রয়োজনীয়তা, জেলা-উপজেলার সহকারী স্কাউট কমিশনার, কাব লিডার ও স্কাউট লিডারদের নিয়োগ ও কার্যপরিধি, বেসিক কোর্স পরবর্তী দল গঠনের কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার স্কাউটসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। আরও বেশি স্কাউটসকে গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।