ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সোয়া কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ দুজন আটক

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • / ৪৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যন্ড থেকে এক কোটি ১৮ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার শাহ আলমের ছেলে আব্দুল্লাল রোমান (১৯)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, আটককৃতরা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে মোটরসাইকেলযোগে স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় চেকপোস্ট বসায়। পাচারকারীরা পানি উন্নয়ন বোর্ডে সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলে তল্লাশি করে ৭টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ১৪৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটককৃত সোনার মূল্য আনুমানিক এক কোটি ১৮ লাখ টাকা হতে পারে বলে পুলিশ মনে করছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সোয়া কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ দুজন আটক

আপলোড টাইম : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যন্ড থেকে এক কোটি ১৮ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৪৫ গ্রাম স্বর্ণালংকারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস উপজেলার ফরিদপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান (২৮) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার শাহ আলমের ছেলে আব্দুল্লাল রোমান (১৯)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, আটককৃতরা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে মোটরসাইকেলযোগে স্বর্ণালংকারের চালান ঢাকায় নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পানি উন্নয়ন বোর্ড এলাকায় চেকপোস্ট বসায়। পাচারকারীরা পানি উন্নয়ন বোর্ডে সামনে আসলে পুলিশ তাদের গতিরোধ করে। এসময় তাদের মোটরসাইকেলে তল্লাশি করে ৭টি প্যাকেটে মোড়ানো ২ কেজি ১৪৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটককৃত সোনার মূল্য আনুমানিক এক কোটি ১৮ লাখ টাকা হতে পারে বলে পুলিশ মনে করছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।