ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

সিঙ্গাপুরে সফররত স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বিডিচ্যামের পক্ষ থেকে সংবর্ধনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে সফররত বাংলাদেশের স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)। গতকাল রোববার সিঙ্গাপুর সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিঙ্গাপুরস্থ ব্যবসায়ী সমিতি বিডিচ্যামের কার্যালয়ে এ সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরের প্রবাসী ব্যবসায়ী ও শ্রমিকদের কল্যাণে পাসপোর্টসহ যেকোনো সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করব। যাতে প্রবাসীরা এয়ারপোর্ট ইমিগ্রেশনে সমস্যায় না পড়ে, বিড়ম্বনার স্বীকার না হয়, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরে আমি কথা বলব। প্রবাসীদের যেকোনো সমস্যা আমার দৃষ্টিগোচরে আনলে তা সমাধানে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।’

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিডিচ্যামের সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের প্রশংসা করে আরও বলেন, ‘সাহেদকে আমি দীর্ঘদিন ধরে চিনি। সিঙ্গাপুরের প্রবাসীদের কাছ থেকেও জেনেছি, প্রত্যেকেই বলেছে, সিঙ্গাপুরে বাংলাদেশী কমিউনিটির যেকোনো সমস্যা সমাধানসহ সবকিছুতেই সাহেদকে তাঁরা পেয়ে থাকে। সাহেদ প্রবাসীদের পাশে দাঁড়ায়। যেকোনো সমস্যা সমাধানে তাকে পাওয়া যায়। তিনি প্রবাসীদের জন্য বিমানবন্দরে আলাদা ডেস্কের দাবি জানিয়েছেন। বিষয়টি আমি বিবেচনায় নিলাম। সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে আমি কথা বলব।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘প্রবাসীদের পাসপোর্ট এবং ইমিগ্রেশন সমস্যা নিয়ে যখনই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলি, তিনি সর্বাত্মক সহযোগিতা করেন। আমরা জানি তিনি আমাদের পাশে আছেন। প্রবাসীদের সহযোগিতায়, প্রবাসীদের সমস্যা সমাধানে তিনি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিঙ্গাপুরে ১ লাখ ৩০ হাজার বাংলাদেশি শ্রমিক ও ৫ হাজার প্রবাসী পরিবার বসবাস করে। বিডিচ্যাম সকল প্রবাসীর পাশে আছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, হোটেল ওয়েস্টিন ও হোটেল সেরাটনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী, বিডিচ্যামের সাধারণ সম্পাদক আসাদ মামুন, অগ্রণী ব্যাংকের সিইও সুজা শরিফুল ইসলাম, প্রাইম ব্যাংকের সিইও সামিউল্লাহ সামি, ইসলামি ব্যাংকের সিইও আশরাফ ইমাম ও প্রাণ আরএফএল গ্রুপের সিইও নূর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন বিডিচ্যামের সহসভাপতি মনিরুজ্জামান রাহিম, সহসভাপতি আমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির সাহান, ডিপ্লোমা মেরিন অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান, সিঙ্গাপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি উত্তম নাগ, উপদেষ্টা স্বপন দাসসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশি কমিউনিটি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে আয়োজন করা এক নৈশভোজে অংশও নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অতিথিরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সিঙ্গাপুরে সফররত স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বিডিচ্যামের পক্ষ থেকে সংবর্ধনা

আপলোড টাইম : ০৯:০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে সফররত বাংলাদেশের স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)। গতকাল রোববার সিঙ্গাপুর সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিঙ্গাপুরস্থ ব্যবসায়ী সমিতি বিডিচ্যামের কার্যালয়ে এ সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরের প্রবাসী ব্যবসায়ী ও শ্রমিকদের কল্যাণে পাসপোর্টসহ যেকোনো সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করব। যাতে প্রবাসীরা এয়ারপোর্ট ইমিগ্রেশনে সমস্যায় না পড়ে, বিড়ম্বনার স্বীকার না হয়, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরে আমি কথা বলব। প্রবাসীদের যেকোনো সমস্যা আমার দৃষ্টিগোচরে আনলে তা সমাধানে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।’

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিডিচ্যামের সভাপতি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের প্রশংসা করে আরও বলেন, ‘সাহেদকে আমি দীর্ঘদিন ধরে চিনি। সিঙ্গাপুরের প্রবাসীদের কাছ থেকেও জেনেছি, প্রত্যেকেই বলেছে, সিঙ্গাপুরে বাংলাদেশী কমিউনিটির যেকোনো সমস্যা সমাধানসহ সবকিছুতেই সাহেদকে তাঁরা পেয়ে থাকে। সাহেদ প্রবাসীদের পাশে দাঁড়ায়। যেকোনো সমস্যা সমাধানে তাকে পাওয়া যায়। তিনি প্রবাসীদের জন্য বিমানবন্দরে আলাদা ডেস্কের দাবি জানিয়েছেন। বিষয়টি আমি বিবেচনায় নিলাম। সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে আমি কথা বলব।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, ‘প্রবাসীদের পাসপোর্ট এবং ইমিগ্রেশন সমস্যা নিয়ে যখনই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলি, তিনি সর্বাত্মক সহযোগিতা করেন। আমরা জানি তিনি আমাদের পাশে আছেন। প্রবাসীদের সহযোগিতায়, প্রবাসীদের সমস্যা সমাধানে তিনি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিঙ্গাপুরে ১ লাখ ৩০ হাজার বাংলাদেশি শ্রমিক ও ৫ হাজার প্রবাসী পরিবার বসবাস করে। বিডিচ্যাম সকল প্রবাসীর পাশে আছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, হোটেল ওয়েস্টিন ও হোটেল সেরাটনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী, বিডিচ্যামের সাধারণ সম্পাদক আসাদ মামুন, অগ্রণী ব্যাংকের সিইও সুজা শরিফুল ইসলাম, প্রাইম ব্যাংকের সিইও সামিউল্লাহ সামি, ইসলামি ব্যাংকের সিইও আশরাফ ইমাম ও প্রাণ আরএফএল গ্রুপের সিইও নূর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন বিডিচ্যামের সহসভাপতি মনিরুজ্জামান রাহিম, সহসভাপতি আমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির সাহান, ডিপ্লোমা মেরিন অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান, সিঙ্গাপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি উত্তম নাগ, উপদেষ্টা স্বপন দাসসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশি কমিউনিটি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে আয়োজন করা এক নৈশভোজে অংশও নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অতিথিরা।