ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

সাংবাদিকদের ওপর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে দর্শনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। গতকাল রোববার বিকেল চারটায় দর্শনা প্রেসক্লাবের আয়োজনে এ সভা ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা না করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। যা কেবল মুক্ত সাংবাদিকতার অন্তরায় নয়, গণতন্ত্র ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাধা। সাইবার অপরাধ দমনের নামে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এসময় বক্তারা দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃস্বার্থে মুক্তি ও দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যার করার দাবি করেন।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাবেক সভাপতি হানিফ ম-ল ও ইকরামুল হক পিপুল। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, রাজিব মল্লিক, মাছুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, হাসমত আলী, ইমতিয়াজ আহমেদ, ফরহাদ হোসেন, ইয়াছিন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সাংবাদিকদের ওপর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপলোড টাইম : ০৪:৫০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

দর্শনা অফিস:

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে দর্শনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। গতকাল রোববার বিকেল চারটায় দর্শনা প্রেসক্লাবের আয়োজনে এ সভা ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা না করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। যা কেবল মুক্ত সাংবাদিকতার অন্তরায় নয়, গণতন্ত্র ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাধা। সাইবার অপরাধ দমনের নামে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এসময় বক্তারা দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃস্বার্থে মুক্তি ও দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যার করার দাবি করেন।

দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাবেক সভাপতি হানিফ ম-ল ও ইকরামুল হক পিপুল। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, রাজিব মল্লিক, মাছুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, হাসমত আলী, ইমতিয়াজ আহমেদ, ফরহাদ হোসেন, ইয়াছিন প্রমুখ।