ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

সম্মিলিতভাবে কাজ করলে উগ্রবাদ প্রতিরোধ করা সম্ভব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) একেএম রাব্বির সঞ্চালনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উগ্রবাদ প্রতিরোধে সমাজের সকল পেশার মানুষকে এক হতে হবে। প্রশাসন সর্বদা কাজ করছে মানুষের জন্য। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব। এগুলো ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের সেমিনার থেকে শিক্ষা নিয়ে সমাজে ছড়িয়ে দিতে হবে। পুলিশের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, সম্মিলিতভাবে কাজ করলে উগ্রবাদ প্রতিরোধ সম্ভব।’
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও অ্যাড. মানিক আকবর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সম্মিলিতভাবে কাজ করলে উগ্রবাদ প্রতিরোধ করা সম্ভব

আপলোড টাইম : ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) একেএম রাব্বির সঞ্চালনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘উগ্রবাদ প্রতিরোধে সমাজের সকল পেশার মানুষকে এক হতে হবে। প্রশাসন সর্বদা কাজ করছে মানুষের জন্য। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব। এগুলো ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের সেমিনার থেকে শিক্ষা নিয়ে সমাজে ছড়িয়ে দিতে হবে। পুলিশের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, সম্মিলিতভাবে কাজ করলে উগ্রবাদ প্রতিরোধ সম্ভব।’
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও অ্যাড. মানিক আকবর।