ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সব প্রস্তুতি সম্পন্ন, দীর্ঘ ১৮ বছর পর জীবননগর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

মিঠুন মাহমুদ/এ আর ডাবলু:

দীর্ঘ ১৮ বছর পর জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার সকালে জীবননগর পৌর শহরের আখ সেন্টার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতঃমধ্যে সব প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরজুড়ে নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙানো হয়েছে পোস্টার-বিলবোর্ড। এ সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি পদে এখন পর্যন্ত বর্তমান সভাপতি গোলাম মোর্তুজার নাম অপ্রতিদ্বন্দ্বীভাবে উঠে এলেও সাধারণ সম্পাদক পদ পেতে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলামসহ ৭ জনের নাম আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সর্বশেষ ২০০৪ সালে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সাবেক বৃহত্তর বাঁকা ইউপি চেয়ারম্যান গোলাম মোর্তুজা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন নির্বাচিত হন। ২০১৫ সালে সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন মারা গেলে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলী আহাম্মদ। ২০১৮ সালে তিনিও মারা গেলে দলের হাল ধরেন জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি গত ৫ বছর ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে, দীর্ঘ ১৮ বছর পর দলের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা এলে নেতা-কর্মীদের মধ্যে গতি ফিরে আসে। শুরু হয় উৎসবের আমেজ। উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলন মঞ্চসহ পৌর শহর ও উপজেলার প্রধান প্রধান সড়ককে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সম্মেলন সফল করতে ইতঃমধ্যেই প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করা হয়েছে। জীবননগর পৌরসভার আখ সেন্টার মিলনায়তনে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ।

সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবু মো. আব্দুল লতিফ অমল বলেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করে জীবননগর আওয়ামী লীগ আরও এগিয়ে যাবে। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোর্তুজা জানান, সম্মেলন সফল করতে তৃণমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম মোর্তুজা এখন পর্যন্ত সভাপতি হিসেবে মাঠে এককভাবে প্রচারণায় রয়েছেন। তিনি অপ্রতিদ্বন্দ্বী। তাঁর কোনো প্রতিদ্বন্দ্বীর নাম এখন পর্যন্ত শোনা যায়নি। তবে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম রয়েছে। এরা হলেন- বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান ও কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল বাসার শিপলু এবং সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান।

এবারের কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগের ৩৪৭ জন কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য পারভিন জামাল কল্পনা ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সব প্রস্তুতি সম্পন্ন, দীর্ঘ ১৮ বছর পর জীবননগর উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

আপলোড টাইম : ১০:০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

মিঠুন মাহমুদ/এ আর ডাবলু:

দীর্ঘ ১৮ বছর পর জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার সকালে জীবননগর পৌর শহরের আখ সেন্টার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতঃমধ্যে সব প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহরজুড়ে নির্মাণ করা হয়েছে তোরণ, টাঙানো হয়েছে পোস্টার-বিলবোর্ড। এ সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি পদে এখন পর্যন্ত বর্তমান সভাপতি গোলাম মোর্তুজার নাম অপ্রতিদ্বন্দ্বীভাবে উঠে এলেও সাধারণ সম্পাদক পদ পেতে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলামসহ ৭ জনের নাম আলোচনায় রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সর্বশেষ ২০০৪ সালে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সাবেক বৃহত্তর বাঁকা ইউপি চেয়ারম্যান গোলাম মোর্তুজা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন নির্বাচিত হন। ২০১৫ সালে সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন মারা গেলে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আলী আহাম্মদ। ২০১৮ সালে তিনিও মারা গেলে দলের হাল ধরেন জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি গত ৫ বছর ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে, দীর্ঘ ১৮ বছর পর দলের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা এলে নেতা-কর্মীদের মধ্যে গতি ফিরে আসে। শুরু হয় উৎসবের আমেজ। উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলন মঞ্চসহ পৌর শহর ও উপজেলার প্রধান প্রধান সড়ককে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সম্মেলন সফল করতে ইতঃমধ্যেই প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করা হয়েছে। জীবননগর পৌরসভার আখ সেন্টার মিলনায়তনে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ।

সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবু মো. আব্দুল লতিফ অমল বলেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করে জীবননগর আওয়ামী লীগ আরও এগিয়ে যাবে। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোর্তুজা জানান, সম্মেলন সফল করতে তৃণমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম মোর্তুজা এখন পর্যন্ত সভাপতি হিসেবে মাঠে এককভাবে প্রচারণায় রয়েছেন। তিনি অপ্রতিদ্বন্দ্বী। তাঁর কোনো প্রতিদ্বন্দ্বীর নাম এখন পর্যন্ত শোনা যায়নি। তবে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম রয়েছে। এরা হলেন- বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান ও কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল বাসার শিপলু এবং সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান।

এবারের কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগের ৩৪৭ জন কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য পারভিন জামাল কল্পনা ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম।