ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

শোকাবহ আগস্ট উপলক্ষে আলমডাঙ্গার হারদীতে কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শোকাবহ-রক্তাক্ত আগস্ট উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুটি পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে হারদী ইউনিয়নের সেবাবাগ বাজারের চৌরাস্তার মোড়ে এবং পরাগপুর বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল তাঁর স্বপ্ন। তাই আমাদের দায়িত্ব হবে জ্ঞান-গরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। তাহলেই চিরঞ্জিব এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারাটাজীবন মানুষের কথা ভেবেছেন। জীবনে বহুবার কারাবরণ করেছেন। তাঁর প্রত্যেকটি সময়ের চিন্তা ছিল বাংলার মানুষের উন্নয়নের। তিনি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁকে সপরিবারে হত্যা করা হয়। এই আগস্টেই বারবার শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সকল ষড়যন্ত্র প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মী সভায় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝাণ্টু রহমান, সহসভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনামুল, সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান, সাহাদৎ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিদ্যুৎ মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক টিপু, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ভুলা মিয়া, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেরেগুল, আওয়ামী লীগ নেতা মসলেম মিয়া, লিয়াকত, সাবেক যুবলীগ নেতা আক্তার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহুরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শোকাবহ আগস্ট উপলক্ষে আলমডাঙ্গার হারদীতে কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

আপলোড টাইম : ০৮:২৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: শোকাবহ-রক্তাক্ত আগস্ট উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুটি পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে হারদী ইউনিয়নের সেবাবাগ বাজারের চৌরাস্তার মোড়ে এবং পরাগপুর বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল তাঁর স্বপ্ন। তাই আমাদের দায়িত্ব হবে জ্ঞান-গরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। তাহলেই চিরঞ্জিব এই মহান নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারাটাজীবন মানুষের কথা ভেবেছেন। জীবনে বহুবার কারাবরণ করেছেন। তাঁর প্রত্যেকটি সময়ের চিন্তা ছিল বাংলার মানুষের উন্নয়নের। তিনি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁকে সপরিবারে হত্যা করা হয়। এই আগস্টেই বারবার শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সকল ষড়যন্ত্র প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মী সভায় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝাণ্টু রহমান, সহসভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনামুল, সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান, সাহাদৎ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিদ্যুৎ মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া, সাধারণ সম্পাদক টিপু, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ভুলা মিয়া, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেরেগুল, আওয়ামী লীগ নেতা মসলেম মিয়া, লিয়াকত, সাবেক যুবলীগ নেতা আক্তার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহুরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।