ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

লোকগানে আবারো ভারতে সম্মানিত হলেন ধীরু বাউল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

দর্শনা অফিস: বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ও ট্যালেন্ট হান্ট টপটেন সিঙ্গার চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান ধীরু বাউল বাংলার আদি লোকসংগীত পরিবেশন করে ভারতে তৃতীয় বারের মতো সম্মানিত ও সংবর্ধিত হলেন। ভারতের জলপাইগুড়ির শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলোজি ভবনের স্যার জেসি বোস মেমোরিয়াল হলরুমে দুই দিনব্যাপী বাংলা লোকগান, কবিতা আবৃতি ও নৃত্যানুষ্ঠান শেষে ধীরু বাউলসহ বেশ কয়েকজনকে সম্মাননা জানানো হয়।

আকন্দবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসেনের ছেলে মনিরুজ্জামান ধীরু বাউল দেশেই শুধু নয়, বিদেশের মাটিতেও বাংলার লোকসংগীতের সমৃদ্ধ ভান্ডারকে ব্যাপক প্রচার-প্রসার করতে অবিরাম কাজ করে চলেছেন। গত ২৯ ও ৩০ আগস্ট ২০২২ তারিখ দুই দিনব্যাপী কোলকাতার বিশ্ব বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ সহযোগিতায় বাংলাদেশে ও ভারতের বিভিন্ন এলাকার কবি সাহিত্যিক লোকগানের ও নৃত্য শিল্পীরা অংশ নেন।

বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভাপতি ড. রাধাকান্ত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিলিগুড়ি এসআইটির অধ্যাক্ষ ড. মিঠুন চক্রবর্তী, টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট শ্রী ভাস্কর রায়, শ্রীমতি মিরা ভট্টাচার্য্য।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

লোকগানে আবারো ভারতে সম্মানিত হলেন ধীরু বাউল

আপলোড টাইম : ০৭:৪৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

দর্শনা অফিস: বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ও ট্যালেন্ট হান্ট টপটেন সিঙ্গার চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান ধীরু বাউল বাংলার আদি লোকসংগীত পরিবেশন করে ভারতে তৃতীয় বারের মতো সম্মানিত ও সংবর্ধিত হলেন। ভারতের জলপাইগুড়ির শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলোজি ভবনের স্যার জেসি বোস মেমোরিয়াল হলরুমে দুই দিনব্যাপী বাংলা লোকগান, কবিতা আবৃতি ও নৃত্যানুষ্ঠান শেষে ধীরু বাউলসহ বেশ কয়েকজনকে সম্মাননা জানানো হয়।

আকন্দবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসেনের ছেলে মনিরুজ্জামান ধীরু বাউল দেশেই শুধু নয়, বিদেশের মাটিতেও বাংলার লোকসংগীতের সমৃদ্ধ ভান্ডারকে ব্যাপক প্রচার-প্রসার করতে অবিরাম কাজ করে চলেছেন। গত ২৯ ও ৩০ আগস্ট ২০২২ তারিখ দুই দিনব্যাপী কোলকাতার বিশ্ব বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ সহযোগিতায় বাংলাদেশে ও ভারতের বিভিন্ন এলাকার কবি সাহিত্যিক লোকগানের ও নৃত্য শিল্পীরা অংশ নেন।

বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সভাপতি ড. রাধাকান্ত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিলিগুড়ি এসআইটির অধ্যাক্ষ ড. মিঠুন চক্রবর্তী, টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট শ্রী ভাস্কর রায়, শ্রীমতি মিরা ভট্টাচার্য্য।