ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রাইস ট্রান্সপ্লান্টারে ধান রোপন উদ্বোধকালে ডিসি আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় কার্পাসডাঙ্গা মিশন পল্লীর আমবাগানে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিতে ২০২২-২৩ অর্থ বছরে বোরো মৌসুমে হাইব্রিড জাতের চাষাবাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথি বলেন তিনি বলেন, ‘কৃষকরাই আমাদের মূল শক্তি, কৃষকরাই আমাদের আসল হিরো। কৃষকদের পরিশ্রমের কারণে আজ আমাদের দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। সার, তেল, বিদ্যুৎতে ভর্তুকি দিয়ে সব সময় কৃষকদের পাশে থেকেছেন। তাই প্রধানমন্ত্রির কথামত একটুও পতিত জমি ফেলে রাখা যাবেনা। দেশ এখন ডিজিটাল হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরকেও কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খুব দ্রুত সময়ে ধানের চারা রোপন করা সম্ভব। তাছাড়াও খরচ এবং লোকবলের প্রয়োজনও অনেক কম। আর এই পদ্ধতিতে ধান রোপন করলে ধানের ফলনও অনেক ভালো হয়। এসময় তিনি খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে জানিয়ে খাদ্যশষ্য উৎপাদনে কৃষকদের আরও জোর দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার সানজিদা বেগম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কৃষক আতিয়ার রহমান ও সিরাজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

রাইস ট্রান্সপ্লান্টারে ধান রোপন উদ্বোধকালে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৭:২৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় কার্পাসডাঙ্গা মিশন পল্লীর আমবাগানে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিতে ২০২২-২৩ অর্থ বছরে বোরো মৌসুমে হাইব্রিড জাতের চাষাবাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথি বলেন তিনি বলেন, ‘কৃষকরাই আমাদের মূল শক্তি, কৃষকরাই আমাদের আসল হিরো। কৃষকদের পরিশ্রমের কারণে আজ আমাদের দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। সার, তেল, বিদ্যুৎতে ভর্তুকি দিয়ে সব সময় কৃষকদের পাশে থেকেছেন। তাই প্রধানমন্ত্রির কথামত একটুও পতিত জমি ফেলে রাখা যাবেনা। দেশ এখন ডিজিটাল হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, তাই আমাদেরকেও কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খুব দ্রুত সময়ে ধানের চারা রোপন করা সম্ভব। তাছাড়াও খরচ এবং লোকবলের প্রয়োজনও অনেক কম। আর এই পদ্ধতিতে ধান রোপন করলে ধানের ফলনও অনেক ভালো হয়। এসময় তিনি খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে জানিয়ে খাদ্যশষ্য উৎপাদনে কৃষকদের আরও জোর দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার সানজিদা বেগম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কৃষক আতিয়ার রহমান ও সিরাজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।