ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

যাকাত দিলে ধন-সম্পদ কমে না বরং বাড়ে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশন (জেলা মডেল মসজিদ) কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান।

সভায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবর রহমান, কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন ও বুজরুকগড়গড়ি মাদ্রাসার মুফতি আব্দুর রাজ্জাক। আলোচক হিসেবে আলোচনা করেন বড় বাজার জামে মসজিদের আলোচক মুফতি জুনাইদ আল হাবিবী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার জিয়াউর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, যাকাত ফান্ড তথা যাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে। যাকাত মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। যাকাত দিলে ধন-সম্পদ কমে না বরং বাড়ে। ইসলামে পাঁচটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ হলো যাকাত। এটি দান খয়রাত বা দয়া নয়, দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা অনস্বীকার্য। সমাজে যাকাতের সুষ্ঠু ব্যবহার হলে কোনো গরীব মানুষ থাকবে না। এভাবে যাকাতের টাকায় গরিবদের স্বাবলম্বী করার উদ্যোগ নিলে খুব অল্প সময়েই দেশ দারিদ্র্যমুক্ত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

যাকাত দিলে ধন-সম্পদ কমে না বরং বাড়ে

আপলোড টাইম : ০৭:৪০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশন (জেলা মডেল মসজিদ) কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান।

সভায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মজিবর রহমান, কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন ও বুজরুকগড়গড়ি মাদ্রাসার মুফতি আব্দুর রাজ্জাক। আলোচক হিসেবে আলোচনা করেন বড় বাজার জামে মসজিদের আলোচক মুফতি জুনাইদ আল হাবিবী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার জিয়াউর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, যাকাত ফান্ড তথা যাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে। যাকাত মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। যাকাত দিলে ধন-সম্পদ কমে না বরং বাড়ে। ইসলামে পাঁচটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ হলো যাকাত। এটি দান খয়রাত বা দয়া নয়, দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা অনস্বীকার্য। সমাজে যাকাতের সুষ্ঠু ব্যবহার হলে কোনো গরীব মানুষ থাকবে না। এভাবে যাকাতের টাকায় গরিবদের স্বাবলম্বী করার উদ্যোগ নিলে খুব অল্প সময়েই দেশ দারিদ্র্যমুক্ত হবে।