ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হক মোতা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী জাহিদ হাসান (৪৭)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক মোতা চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার মৃত জুড়ান মণ্ডলের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। আহত জাহিদ হাসান পোস্টঅফিস পাড়ার শওকত আলীর ছেলে।

জানা যায়, গতকাল বিকেলে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা বাজার এলাকায় ব্যবসায়িক কাজের জন্য মোজাম্মেল হক মোতা ও জাহিদ হাসান। কাজ শেষে রাত আটটার দিকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ফিরছিলেন তাঁরা। পথের মধ্যে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাক তাঁদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মোজাম্মেল হক তোতাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের অপর আরোহী জাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

        চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘রাত নয়টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পারি দুজনেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তবে জরুরি বিভাগে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অন্য জনের অবস্থা আশঙ্কাজক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় আ.লীগ নেতা নিহত

আপলোড টাইম : ০৮:২৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হক মোতা (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী জাহিদ হাসান (৪৭)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক মোতা চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার মৃত জুড়ান মণ্ডলের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। আহত জাহিদ হাসান পোস্টঅফিস পাড়ার শওকত আলীর ছেলে।

জানা যায়, গতকাল বিকেলে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা বাজার এলাকায় ব্যবসায়িক কাজের জন্য মোজাম্মেল হক মোতা ও জাহিদ হাসান। কাজ শেষে রাত আটটার দিকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ফিরছিলেন তাঁরা। পথের মধ্যে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাক তাঁদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মোজাম্মেল হক তোতাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের অপর আরোহী জাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

        চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, ‘রাত নয়টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পারি দুজনেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তবে জরুরি বিভাগে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অন্য জনের অবস্থা আশঙ্কাজক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে।’