ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ওলামা দলের মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: ভারতের বিজিবি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর নামে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যর প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে গতকাল শুক্রবার জুমার নামাজের পর কলেজ রোডে বাইতুল মামুর মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনি, আবু বকর সিদ্দিক আবু ও মনিরুজ্জামান লিপ্টন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বিএনপি নেতা ইয়াছিন হাসান কাঁকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য রশীদ, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ওলামা দলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, সম্রাট, রবি, রবিউল, মুসলিম, শাহাবুদ্দিন, বিল্লাল, রকিবুল, আশরাফুল, ইয়ামিন, হাসান মোহাম্মদ মিজানুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদসহ অসংখ্য নবীপ্রেমী সাধারণ মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ওলামা দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারত সরকারের মুখপাত্র নিপুর শর্মা ও চন্দন আমাদের প্রাণপ্রিয় মহানবী (সা.)-কে নিয়ে যে মন্তব্য করেছে, তাতে বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্বের অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানালেও বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চুপ রয়েছে। এই মুলিম দেশের একজন মুসলিম হিসেবে এটি আমাদের জন্য কষ্টদায়ক। অবিলম্বে সরকার কর্তৃক নিন্দা প্রস্তাবের দাবি করছি।

বক্তারা বলেন, যেই দু’কুলাঙ্গার আমাদের বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, তা ক্ষমার যোগ্য নয়। আমরা সেই দেশের সরকার কর্তৃক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গায় ওলামা দলের মানববন্ধন

আপলোড টাইম : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: ভারতের বিজিবি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর নামে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যর প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে গতকাল শুক্রবার জুমার নামাজের পর কলেজ রোডে বাইতুল মামুর মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনি, আবু বকর সিদ্দিক আবু ও মনিরুজ্জামান লিপ্টন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বিএনপি নেতা ইয়াছিন হাসান কাঁকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য রশীদ, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ওলামা দলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, সম্রাট, রবি, রবিউল, মুসলিম, শাহাবুদ্দিন, বিল্লাল, রকিবুল, আশরাফুল, ইয়ামিন, হাসান মোহাম্মদ মিজানুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদসহ অসংখ্য নবীপ্রেমী সাধারণ মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ওলামা দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারত সরকারের মুখপাত্র নিপুর শর্মা ও চন্দন আমাদের প্রাণপ্রিয় মহানবী (সা.)-কে নিয়ে যে মন্তব্য করেছে, তাতে বিশ্ব মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্বের অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানালেও বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার চুপ রয়েছে। এই মুলিম দেশের একজন মুসলিম হিসেবে এটি আমাদের জন্য কষ্টদায়ক। অবিলম্বে সরকার কর্তৃক নিন্দা প্রস্তাবের দাবি করছি।

বক্তারা বলেন, যেই দু’কুলাঙ্গার আমাদের বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, তা ক্ষমার যোগ্য নয়। আমরা সেই দেশের সরকার কর্তৃক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।