ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

ব্রাহ্মণবাড়ীয়ায় ছাত্রদল নেতা নয়ন মিয়াকে ‘হত্যার প্রতিবাদে’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়ার ‘হত্যাকাণ্ডের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও এ বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদল। গতকাল রোববার জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বিকেলে ভি. জি স্কুল রোডে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে সমাবেশে রুপ নেয়। জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, সহসাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকুসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ।
সমাবেশে বক্তারা বলেন, ‘একটি স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ গুলি করে হত্যা করে প্রমাণ করেছে বর্তমান সরকার মাফিয়া সরকার। ছাত্রদল নেতা নয়ন মিয়ার রক্ত কখনো বৃথা যাবে না। শহিদ নূর আলম, শহিদ নয়ন মিয়ার রক্তের বিনিময়ে অর্জিত হবে অর্থবহ গণতন্ত্র। তবে নুর আলম, নয়ন মিয়াসহ সাম্প্রতিক আন্দোলনে শহিদদের হত্যার বিচার চাই না এই অবৈধ সরকারের কাছে। একদিন এদেশের জনগণ এর বিচার করবে ইনশাআল্লাহ।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ব্রাহ্মণবাড়ীয়ায় ছাত্রদল নেতা নয়ন মিয়াকে ‘হত্যার প্রতিবাদে’

আপলোড টাইম : ১১:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়ার ‘হত্যাকাণ্ডের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও এ বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদল। গতকাল রোববার জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বিকেলে ভি. জি স্কুল রোডে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে সমাবেশে রুপ নেয়। জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও আরিফ আহমেদ শিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, সহসাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকুসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীগণ।
সমাবেশে বক্তারা বলেন, ‘একটি স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ গুলি করে হত্যা করে প্রমাণ করেছে বর্তমান সরকার মাফিয়া সরকার। ছাত্রদল নেতা নয়ন মিয়ার রক্ত কখনো বৃথা যাবে না। শহিদ নূর আলম, শহিদ নয়ন মিয়ার রক্তের বিনিময়ে অর্জিত হবে অর্থবহ গণতন্ত্র। তবে নুর আলম, নয়ন মিয়াসহ সাম্প্রতিক আন্দোলনে শহিদদের হত্যার বিচার চাই না এই অবৈধ সরকারের কাছে। একদিন এদেশের জনগণ এর বিচার করবে ইনশাআল্লাহ।’