ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের নিকট জহির হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা ২ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন আহত জহির। তিনি দামুড়হুদা উপজেলার দুর্গাপুর পশ্চিম পাড়ার শওকত আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে দিকে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, চাকরি দেওয়া অথবা আদম ব্যাপারি টাকা লেনদেনের বিষয় নিয়ে এই ঘটনা ঘটতে পারে।

জহির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে ২ লাখ ৯০ হাজার টাকা ব্যবসার জন্য নিয়ে আসেন। তিনি দর্শনা ফিলিং স্টেশনের নিকট পৌঁছালে তাকে ৫-৬ জন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার কাছে থাকা ২ লাখ ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনা পুরাতন বাজারে চিকিৎসকের কাছে নেয়। তার ক্ষত স্থানে ১৯টি সেলাই দেওয়া হয়েছে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

খবর পেয়ে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকরি দেওয়ার ব্যাপারে টাকা সংক্রান্ত অথবা আদম ব্যাপারির ঘটনার টাকা নেওয়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপলোড টাইম : ১০:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

দর্শনা অফিস:
দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের নিকট জহির হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা ২ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন আহত জহির। তিনি দামুড়হুদা উপজেলার দুর্গাপুর পশ্চিম পাড়ার শওকত আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে দিকে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, চাকরি দেওয়া অথবা আদম ব্যাপারি টাকা লেনদেনের বিষয় নিয়ে এই ঘটনা ঘটতে পারে।

জহির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে ২ লাখ ৯০ হাজার টাকা ব্যবসার জন্য নিয়ে আসেন। তিনি দর্শনা ফিলিং স্টেশনের নিকট পৌঁছালে তাকে ৫-৬ জন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার কাছে থাকা ২ লাখ ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনা পুরাতন বাজারে চিকিৎসকের কাছে নেয়। তার ক্ষত স্থানে ১৯টি সেলাই দেওয়া হয়েছে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

খবর পেয়ে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাকরি দেওয়ার ব্যাপারে টাকা সংক্রান্ত অথবা আদম ব্যাপারির ঘটনার টাকা নেওয়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।