ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

বেড়া নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে জখম!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় ধানখেতের বেড়া নিয়ে বিরোধের জেরে আক্তার হোসেন (৪০) নামের এক কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়া মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম আক্তার হোসেন গাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার আবু তালেবের ছেলে।

জানা যায়, ধানখেতের বেড়া কাটা নিয়ে জখম আক্তার হোসেন ও একই এলাকার কৃষক বিপুলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বিপুল তার হাতে থাকা নিড়িন (কৃষি কাজে ব্যবহৃত সনাতন কৃষিযন্ত্র) দিয়ে আক্তারের হাতে কোপ দেয়। নিড়িনের আঘাতে বিপুল রক্তাক্ত জখম হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

জখম আবু তালেব বলেন, ‘মাঠে আমার ধানের খেতের পাশে একই গ্রামের আশাদুল খোড়লের ছেলে বিপুল হোসেনের ধানের খেত রয়েছে। আমার জমির ধান কাটা হয়ে যাওয়ায় ধান মাঠ থেকে নিয়ে যাওয়ার জন্য আমার জমির বেড়া কেটে দিয়েছি। কিন্তু বিপুলের জমির ধান কাটা না হওয়ায় সে আমাকে বেড়া কাটতে নিষেধ করে। আমি তাকে তার জমিতে বেড়া দিয়ে নিতে বললে বিপুল তার হাতে থাকা নিড়িন দিয়ে আমার হাতে কোপ দেয়। এসময় আমি রক্তাক্ত জখম হলে সে মাঠ থেকে চলে যা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘আক্তার হোসেনের বাম হাতে ধারালো কিছুর আঘাতে জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বেড়া নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে জখম!

আপলোড টাইম : ০৯:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় ধানখেতের বেড়া নিয়ে বিরোধের জেরে আক্তার হোসেন (৪০) নামের এক কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়া মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম আক্তার হোসেন গাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার আবু তালেবের ছেলে।

জানা যায়, ধানখেতের বেড়া কাটা নিয়ে জখম আক্তার হোসেন ও একই এলাকার কৃষক বিপুলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বিপুল তার হাতে থাকা নিড়িন (কৃষি কাজে ব্যবহৃত সনাতন কৃষিযন্ত্র) দিয়ে আক্তারের হাতে কোপ দেয়। নিড়িনের আঘাতে বিপুল রক্তাক্ত জখম হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন।

জখম আবু তালেব বলেন, ‘মাঠে আমার ধানের খেতের পাশে একই গ্রামের আশাদুল খোড়লের ছেলে বিপুল হোসেনের ধানের খেত রয়েছে। আমার জমির ধান কাটা হয়ে যাওয়ায় ধান মাঠ থেকে নিয়ে যাওয়ার জন্য আমার জমির বেড়া কেটে দিয়েছি। কিন্তু বিপুলের জমির ধান কাটা না হওয়ায় সে আমাকে বেড়া কাটতে নিষেধ করে। আমি তাকে তার জমিতে বেড়া দিয়ে নিতে বললে বিপুল তার হাতে থাকা নিড়িন দিয়ে আমার হাতে কোপ দেয়। এসময় আমি রক্তাক্ত জখম হলে সে মাঠ থেকে চলে যা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘আক্তার হোসেনের বাম হাতে ধারালো কিছুর আঘাতে জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’