ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বেগুন কেনা নিয়ে দ্বন্দ্ব, ব্যাপারীর নাকে কোপ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বেগমপুরে ক্ষেতের বেগুন কেনা নিয়ে দ্বন্দ্বে শরিফুল ইসলাম ( ৩০) নামের এক বেগুন ব্যাপারীর ধারালো দায়ের কোপে আলী হোসেন (৪৫) নামের অপর এক বেগুন ব্যাপারী গুরুত্বর জখম হয়েছেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ঝাঝড়ি গ্রামের দোস্তের মাঠে এ ঘটনা ঘটে। পরে মাঠের কৃষকসহ স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম আলী হোসেন বেগমপুর ঝাঁঝরি গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে।

এবিষয়ে বেগুন ব্যবসায়ী আলী হোসেন বলেন, দুপুরে বেগমপুরের ঝাঁঝরি গ্রামের দোস্তের মাঠে বেগুন কেনার জন্য যাই। এসময় বেগুনের দরদাম নিয়ে শরিফুল আমার সঙ্গে তর্ক শুরু করে। আমি তর্ক করতে নিষেধ করলে শরিফুল তার হাতে থাকা দা দিয়ে আমার নাকে কোপ মারে। এসময় মাঠের কৃষকসহ আমার পরিচিত ব্যক্তিরা আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর দেড়টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় আলী হোসেন নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তার নাকের ওপরে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফুল কবির বলেন, ‘দুপুরে বেগমপুরের একটি মাঠে একজন ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে জখম করার বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বেগুন কেনা নিয়ে দ্বন্দ্ব, ব্যাপারীর নাকে কোপ!

আপলোড টাইম : ০২:৫৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বেগমপুরে ক্ষেতের বেগুন কেনা নিয়ে দ্বন্দ্বে শরিফুল ইসলাম ( ৩০) নামের এক বেগুন ব্যাপারীর ধারালো দায়ের কোপে আলী হোসেন (৪৫) নামের অপর এক বেগুন ব্যাপারী গুরুত্বর জখম হয়েছেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ঝাঝড়ি গ্রামের দোস্তের মাঠে এ ঘটনা ঘটে। পরে মাঠের কৃষকসহ স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম আলী হোসেন বেগমপুর ঝাঁঝরি গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে।

এবিষয়ে বেগুন ব্যবসায়ী আলী হোসেন বলেন, দুপুরে বেগমপুরের ঝাঁঝরি গ্রামের দোস্তের মাঠে বেগুন কেনার জন্য যাই। এসময় বেগুনের দরদাম নিয়ে শরিফুল আমার সঙ্গে তর্ক শুরু করে। আমি তর্ক করতে নিষেধ করলে শরিফুল তার হাতে থাকা দা দিয়ে আমার নাকে কোপ মারে। এসময় মাঠের কৃষকসহ আমার পরিচিত ব্যক্তিরা আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর দেড়টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় আলী হোসেন নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হয়। তার নাকের ওপরে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফুল কবির বলেন, ‘দুপুরে বেগমপুরের একটি মাঠে একজন ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে জখম করার বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’