ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির আহ্বায়ক বাবু খান

যেকোনো প্রয়োজনে বিএনপির সহযোগিতা পাবেন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহয়তা করলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে দামুড়হুদা সদর ও ডুগডুগিসহ বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শনকালে হিন্দুধর্মের মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘দেশনায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। আমরা মন্দির ও মসজিদ পাহারার রাজনীতি করব না। আমরা সবাই সবার হয়ে এক সাথে কাজ করে যাবো। আপনারা নির্ভয়ে পূজার উৎসব পালন করুন। কোথাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কোথাও কোনো সমস্যা হলে আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা সবসময় আপনাদের সাথে আছি, সাথে থাকব। আপনাদের উৎসব আনন্দময় হয়ে উঠুক এ কামনা করি।’

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহিম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সজল, মাহাফুজুর রহমান জনি, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা তোতাম, জলিল, রফিকুল, দেলোয়ার, রফিকুল, সাইদুর, শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক ইনজামুল হকসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে, দর্শনা থানাধীন তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। এসময় তিনি প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।

মতবিনিময়কালে বাবু খান বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্বে না থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তৃণমূলের মানুষের সম্পর্ক নেই বা থাকার কথাও না। আগামীর দেশনায়ক তারেক রহমানের নিদের্শনা আছে, ধর্ম যার যার দেশটা আমাদের সবার। আপনাদের পূজা উদ্যাপনের আনন্দ যাতে কেউ বিঘ্ন করতে না পারে, সে জন্য বিএনপির প্রতিটি নেতা-কর্মী আপনাদের পাশে আছে। আপনাদের যেকোনো প্রয়োজনে বিএনপির সহযোগিতা পাবেন।’ বাবু খান আরও বলেন, ‘যে জাতির মানুষ যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি অসাম্প্রদায়িক। আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করতে হবে।’

মতবিনিময় শেষে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় তার সাথে ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম টোটন, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদ রানা, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী, সহসভাপতি রবিউল হক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল হক, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি নাসির হোসেন, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন,  ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঈন উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাসান ডাক্তার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আলীম, রবিউল, আসরাফ, আলীম, নাজমুল, ইরফান, জিয়া, সাহাবুল, সাদ্দাম, আলীকদর, এনামুল,  আদম, আহাদ, আল আমীনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির আহ্বায়ক বাবু খান

যেকোনো প্রয়োজনে বিএনপির সহযোগিতা পাবেন

আপলোড টাইম : ১০:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহয়তা করলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে দামুড়হুদা সদর ও ডুগডুগিসহ বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শনকালে হিন্দুধর্মের মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘দেশনায়ক আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। আমরা মন্দির ও মসজিদ পাহারার রাজনীতি করব না। আমরা সবাই সবার হয়ে এক সাথে কাজ করে যাবো। আপনারা নির্ভয়ে পূজার উৎসব পালন করুন। কোথাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কোথাও কোনো সমস্যা হলে আমাদের নেতৃবৃন্দকে জানাবেন, সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা সবসময় আপনাদের সাথে আছি, সাথে থাকব। আপনাদের উৎসব আনন্দময় হয়ে উঠুক এ কামনা করি।’

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহিম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সজল, মাহাফুজুর রহমান জনি, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা তোতাম, জলিল, রফিকুল, দেলোয়ার, রফিকুল, সাইদুর, শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক ইনজামুল হকসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে, দর্শনা থানাধীন তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। এসময় তিনি প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।

মতবিনিময়কালে বাবু খান বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্বে না থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তৃণমূলের মানুষের সম্পর্ক নেই বা থাকার কথাও না। আগামীর দেশনায়ক তারেক রহমানের নিদের্শনা আছে, ধর্ম যার যার দেশটা আমাদের সবার। আপনাদের পূজা উদ্যাপনের আনন্দ যাতে কেউ বিঘ্ন করতে না পারে, সে জন্য বিএনপির প্রতিটি নেতা-কর্মী আপনাদের পাশে আছে। আপনাদের যেকোনো প্রয়োজনে বিএনপির সহযোগিতা পাবেন।’ বাবু খান আরও বলেন, ‘যে জাতির মানুষ যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি অসাম্প্রদায়িক। আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করতে হবে।’

মতবিনিময় শেষে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় তার সাথে ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম টোটন, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সভাপতি মাসুদ রানা, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক শরিফুজ্জামান শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলী, সহসভাপতি রবিউল হক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল হক, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি নাসির হোসেন, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন,  ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঈন উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাসান ডাক্তার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আলীম, রবিউল, আসরাফ, আলীম, নাজমুল, ইরফান, জিয়া, সাহাবুল, সাদ্দাম, আলীকদর, এনামুল,  আদম, আহাদ, আল আমীনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।