ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

বিদ্যালয়ের হাজিরা খাতায় নাম নেই, অথচ বাইসাইকেল পেল ছাত্রী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে গত ৩১ আগস্ট খাড়াগোদা ও সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন মেধাবী, দরিদ্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে।

জানা গেছে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর শিক্ষার্থীদের লেখাপড়ার গতি বাড়ানো ও শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধে নিজের অর্থায়নে ২৯টি বাইসাইকেল দেন দুটি বিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের মধ্যে। তবে খাতায় নাম না থাকলেও রাজনৈতিক সম্পর্কে বাইসাইকেল গহেরপুর গ্রামের রাশেদুল মণ্ডলের মেয়ে রেশমি খাতুনকে সাইকেল দেন বলে জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। ৬ষ্ঠ শ্রেণির ‘খ’ শাখার ক্রমিক নম্বর ২ রেশমি খাতুনের নামে বাইসাইকেল নিলেও ওই স্থানে প্রকৃতপক্ষে সানজিদা খাতুন নামের এক শিক্ষার্থীর নাম রয়েছে শিক্ষকদের হাজিরা খাতায়। বিষয়টি নিয়মের বাইরে হলেও ভয়ে কিছু বলতে পারেননি বলে শিক্ষকগণ জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি খালেকুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই ভুল হয়েছে।’ এদিকে, বিষয়টি জানার পর গতকাল থেকে বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে নানা ধরণের ক্ষোভ দেখা যাচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিদ্যালয়ের হাজিরা খাতায় নাম নেই, অথচ বাইসাইকেল পেল ছাত্রী

আপলোড টাইম : ০৮:২৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে গত ৩১ আগস্ট খাড়াগোদা ও সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন মেধাবী, দরিদ্র ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে।

জানা গেছে, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর শিক্ষার্থীদের লেখাপড়ার গতি বাড়ানো ও শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধে নিজের অর্থায়নে ২৯টি বাইসাইকেল দেন দুটি বিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের মধ্যে। তবে খাতায় নাম না থাকলেও রাজনৈতিক সম্পর্কে বাইসাইকেল গহেরপুর গ্রামের রাশেদুল মণ্ডলের মেয়ে রেশমি খাতুনকে সাইকেল দেন বলে জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। ৬ষ্ঠ শ্রেণির ‘খ’ শাখার ক্রমিক নম্বর ২ রেশমি খাতুনের নামে বাইসাইকেল নিলেও ওই স্থানে প্রকৃতপক্ষে সানজিদা খাতুন নামের এক শিক্ষার্থীর নাম রয়েছে শিক্ষকদের হাজিরা খাতায়। বিষয়টি নিয়মের বাইরে হলেও ভয়ে কিছু বলতে পারেননি বলে শিক্ষকগণ জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি খালেকুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই ভুল হয়েছে।’ এদিকে, বিষয়টি জানার পর গতকাল থেকে বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে নানা ধরণের ক্ষোভ দেখা যাচ্ছে।