ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / ৩৩ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোল্যা শহিদুল্লাহ, সহকারী সুপারিনটেনডেন্ট আবু তালেব ও সহকারী জেলা তথ্য অফিসার রোস্তম আলী।

জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর সাবেক ইন্সট্রাক্টর ও সাংবাদিক এম এম আলাউদ্দীন, চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর সাবেক ইন্সট্রাক্টর মো. আরিফ, আব্দুর রহমান, রাকিব উল্লাহ, উর্মী শামিম আরা প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান বলেন, আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

আপলোড টাইম : ১০:০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোল্যা শহিদুল্লাহ, সহকারী সুপারিনটেনডেন্ট আবু তালেব ও সহকারী জেলা তথ্য অফিসার রোস্তম আলী।

জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর সাবেক ইন্সট্রাক্টর ও সাংবাদিক এম এম আলাউদ্দীন, চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর সাবেক ইন্সট্রাক্টর মো. আরিফ, আব্দুর রহমান, রাকিব উল্লাহ, উর্মী শামিম আরা প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান বলেন, আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা।