ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বাবার হেসোয় জখম ছেলে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃষক বাবার হাতে ছিল ধারালো হেসো। সাংসারিক কলহের জেরে নাজমুল মালিতা ও তার ছেলে আবুজার মালিতার (২৭) মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটলে বাবার হাতে থাকা হেসোর আঘাত লেগে গুরুতর জখম হয় আবুজার মালিতা। গতকাল রোববার সকাল ছয়টার দিকে মেহেরপুর জেলার বাড়াদি ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে রাক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা আবুজারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

জখম আবুজর মালিতার চাচা বিশারত মালিতা বলেন, ‘আবুজর বাবা-মায়ের এক মাত্র সন্তান। বেশ কিছুদিন ধরে সাংসারিক অশান্তির জেরে সে তার স্ত্রী নিয়ে আলাদাভাবে থাকতে চায়। এরই মধ্যে গতকাল সকালে নাজমুল মালিতা মাঠে কাজের জন্য হেসো নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এসময় আবুজর তাকে আলাদা হয়ে থাকার কথা বলে ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র তাকে ভাগকরে দিতে বলে। এ নিয়ে বাপ-ছেলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বাগবিতণ্ডা ধস্তাধস্তিতে পৌঁছালে নাজমুল মালিতার হাতে থাকা ধারালো হেসোয় আঘাত লেগে আবুজারের ডান হাত গুরুতর জখম হয়। এসময় আমরা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিই। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে আবুজারকে হাসপতালে ভর্তি রাখেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানাত পারভেজ বলেন, ‘সকালে গুরুতর জখম অবস্থায় আবুজর নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয় পরিবারের সদস্যরা। তার হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার হাতের দুটি শিরা কেটে গেছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বাবার হেসোয় জখম ছেলে

আপলোড টাইম : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক: কৃষক বাবার হাতে ছিল ধারালো হেসো। সাংসারিক কলহের জেরে নাজমুল মালিতা ও তার ছেলে আবুজার মালিতার (২৭) মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটলে বাবার হাতে থাকা হেসোর আঘাত লেগে গুরুতর জখম হয় আবুজার মালিতা। গতকাল রোববার সকাল ছয়টার দিকে মেহেরপুর জেলার বাড়াদি ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। পরে রাক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা আবুজারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

জখম আবুজর মালিতার চাচা বিশারত মালিতা বলেন, ‘আবুজর বাবা-মায়ের এক মাত্র সন্তান। বেশ কিছুদিন ধরে সাংসারিক অশান্তির জেরে সে তার স্ত্রী নিয়ে আলাদাভাবে থাকতে চায়। এরই মধ্যে গতকাল সকালে নাজমুল মালিতা মাঠে কাজের জন্য হেসো নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন। এসময় আবুজর তাকে আলাদা হয়ে থাকার কথা বলে ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র তাকে ভাগকরে দিতে বলে। এ নিয়ে বাপ-ছেলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বাগবিতণ্ডা ধস্তাধস্তিতে পৌঁছালে নাজমুল মালিতার হাতে থাকা ধারালো হেসোয় আঘাত লেগে আবুজারের ডান হাত গুরুতর জখম হয়। এসময় আমরা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিই। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে আবুজারকে হাসপতালে ভর্তি রাখেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানাত পারভেজ বলেন, ‘সকালে গুরুতর জখম অবস্থায় আবুজর নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয় পরিবারের সদস্যরা। তার হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার হাতের দুটি শিরা কেটে গেছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’