ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ওদুদ শাহ কলেজ চ্যাম্পিয়ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওদুদ শাহ কলেজ টাইব্রেকার ৩-০ গোলে জীবননগর ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাদাত হোসেন, নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও জীবননগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, চুয়াডাঙ্গার ফুটবলের গৌরবময় সোনালি অতীত রয়েছে। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মাধ্যমে কিছু ভালো ফুটবলার বেরিয়ে আসবে। যারা বিভাগীয় পর্যায়ে ভালো খেলে জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করবে আশা করি। এছাড়া এতোদিন স্কুল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি আন্তঃস্কুল খেলাধুলা হয়ে এসেছে। প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়েও লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শরীর ও মন বিকশিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশের শিক্ষিত যুবসমাজকে অবক্ষয়মুক্ত কর্মদ্দোমী যুব সমাজে পরিণত করতে হবে। যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম স্বপ্ন ছিল।
পরে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। চ্যাম্পিয়ন দলের জন্য ২৫ হাজার নগদ টাকা ও রানার্স আপ দলের জন্য ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত খেলোয়াড়কে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণের কথা জানান। এসময় স্টেডিয়ামে আগত সকল নবীন-প্রবীণ ফুটবল খেলোয়াড়, সংগঠক এবং দর্শকরা করতালি দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানান।
এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ইমরান হুসাইন, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, সাবেক ফুটবলার হ্যাজি, টিপু, শফিকুল ইসলাম মালেক, তরিকুল ইসলাম তরু, ছোট মিলন, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ রাসেল, রশিদুল ইসলামসহ জেলা ফুটবল দলের সাবেক ও বর্তমান ফুটবলার এবং ফুটবল সংগঠকগণ।

এদিকে, ওদুুদ শাহ কলেজ চ্যাম্পিয়ন হওয়ায় কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন কলেজের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া ওই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম খেলোয়াড়দের ১০০০ টাকা পুরস্কার দেন। অপরদিকে জীবননগর ডিগ্রি কলেজের কোচ কাজী মামুনুজ্জামান আদুন চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানান। খেলার ধারা বিবরণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন লিটা হোসেন, রিয়ান, পারভেজ ও হাফিজুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ওদুদ শাহ কলেজ চ্যাম্পিয়ন

আপলোড টাইম : ০৪:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ওদুদ শাহ কলেজ টাইব্রেকার ৩-০ গোলে জীবননগর ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাদাত হোসেন, নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও জীবননগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, চুয়াডাঙ্গার ফুটবলের গৌরবময় সোনালি অতীত রয়েছে। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মাধ্যমে কিছু ভালো ফুটবলার বেরিয়ে আসবে। যারা বিভাগীয় পর্যায়ে ভালো খেলে জাতীয় পর্যায়ে চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করবে আশা করি। এছাড়া এতোদিন স্কুল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি আন্তঃস্কুল খেলাধুলা হয়ে এসেছে। প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়েও লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শরীর ও মন বিকশিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশের শিক্ষিত যুবসমাজকে অবক্ষয়মুক্ত কর্মদ্দোমী যুব সমাজে পরিণত করতে হবে। যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম স্বপ্ন ছিল।
পরে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। চ্যাম্পিয়ন দলের জন্য ২৫ হাজার নগদ টাকা ও রানার্স আপ দলের জন্য ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত খেলোয়াড়কে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চুয়াডাঙ্গার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণের কথা জানান। এসময় স্টেডিয়ামে আগত সকল নবীন-প্রবীণ ফুটবল খেলোয়াড়, সংগঠক এবং দর্শকরা করতালি দিয়ে এই ঘোষণাকে স্বাগত জানান।
এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ইমরান হুসাইন, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস, সাবেক ফুটবলার হ্যাজি, টিপু, শফিকুল ইসলাম মালেক, তরিকুল ইসলাম তরু, ছোট মিলন, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ রাসেল, রশিদুল ইসলামসহ জেলা ফুটবল দলের সাবেক ও বর্তমান ফুটবলার এবং ফুটবল সংগঠকগণ।

এদিকে, ওদুুদ শাহ কলেজ চ্যাম্পিয়ন হওয়ায় কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন কলেজের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া ওই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম খেলোয়াড়দের ১০০০ টাকা পুরস্কার দেন। অপরদিকে জীবননগর ডিগ্রি কলেজের কোচ কাজী মামুনুজ্জামান আদুন চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানান। খেলার ধারা বিবরণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন লিটা হোসেন, রিয়ান, পারভেজ ও হাফিজুর রহমান।