ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

প্রেসক্লাব সভাপতিকে হুমকি, আজ সাংবাদিকদের জরুরি সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে দামুড়হুদা প্রেসক্লাবে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অনিয়ম ও অপকর্মের কথা মানুষের মুখে মুখে প্রচারিত হয়। এরই জের ধরে গত বুধবার দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম নুরুন্নবী তথ্য অধিকার সংগ্রহ ফরমে কয়েকটি বিষয়ে জানতে কৃষি অফিসে জমা দেন। তথ্য ফরম জমা দেওয়ার ঘটনাটি জানতে পেরে উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান তেলে বেগুনে জ্বলে ওঠেন বলে সূত্রে জানা যায়।

এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত কাজে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী উপজেলা পরিষদ চত্বরে পল্লী ভবনের সামনে দাঁড়িয়ে একজন সাংবাদিকের সাথে কথা বলছিলেন। ঠিক সেই সময় কৃষি অফিসার মনিরুজ্জামান সাংবাদিক এম নুরুন্নবীকে দেখতে পেয়ে উচ্চস্বরে বলেন, আমার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা সাংবাদিকের হাত থাকবে না বলে হুমকি দেন। এম নুরুন্নবী তাৎক্ষণিক একটু ভীতসন্ত্রস্ত হয়ে কয়েক জন সাংবাদিককে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে উপস্থিত সাংবাদিকরা কৃষি অফিসারের হুমকির প্রতিবাদে রাতে প্রেসক্লাবে একটি জরুরি বৈঠকের আয়োজনের কথা বলেন। অপর দিকে, বিষয়টি চুয়াডাঙ্গা জেলার প্রতিটি প্রেসক্লাব নেতৃবৃন্দের কানে পৌঁছালে সকলেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে গতকাল রাতে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে কৃষি অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন অনিয়মের তদন্ত করে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিতে সকল সাংবাদিকরা এক মত প্রকাশ করেন। সেই সঙ্গে বৃহত্তর কর্মসূচির জন্য আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রেসক্লাব সভাপতিকে হুমকি, আজ সাংবাদিকদের জরুরি সভা

আপলোড টাইম : ০৮:০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে দামুড়হুদা প্রেসক্লাবে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অনিয়ম ও অপকর্মের কথা মানুষের মুখে মুখে প্রচারিত হয়। এরই জের ধরে গত বুধবার দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম নুরুন্নবী তথ্য অধিকার সংগ্রহ ফরমে কয়েকটি বিষয়ে জানতে কৃষি অফিসে জমা দেন। তথ্য ফরম জমা দেওয়ার ঘটনাটি জানতে পেরে উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান তেলে বেগুনে জ্বলে ওঠেন বলে সূত্রে জানা যায়।

এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যক্তিগত কাজে দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী উপজেলা পরিষদ চত্বরে পল্লী ভবনের সামনে দাঁড়িয়ে একজন সাংবাদিকের সাথে কথা বলছিলেন। ঠিক সেই সময় কৃষি অফিসার মনিরুজ্জামান সাংবাদিক এম নুরুন্নবীকে দেখতে পেয়ে উচ্চস্বরে বলেন, আমার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা সাংবাদিকের হাত থাকবে না বলে হুমকি দেন। এম নুরুন্নবী তাৎক্ষণিক একটু ভীতসন্ত্রস্ত হয়ে কয়েক জন সাংবাদিককে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে উপস্থিত সাংবাদিকরা কৃষি অফিসারের হুমকির প্রতিবাদে রাতে প্রেসক্লাবে একটি জরুরি বৈঠকের আয়োজনের কথা বলেন। অপর দিকে, বিষয়টি চুয়াডাঙ্গা জেলার প্রতিটি প্রেসক্লাব নেতৃবৃন্দের কানে পৌঁছালে সকলেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে গতকাল রাতে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে কৃষি অফিসার মনিরুজ্জামানের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন অনিয়মের তদন্ত করে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিতে সকল সাংবাদিকরা এক মত প্রকাশ করেন। সেই সঙ্গে বৃহত্তর কর্মসূচির জন্য আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে।