ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে:ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নে দুই দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। নিরাপদ খাদ্য, পানির অপচয় রোধে ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে মেলাটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও জেএফজিই-এর সহযোগিতায় ওয়াসেফ প্রকল্পের আওতায় এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পাশাপশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে এবং সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। নিরাপদ খাদ্য, পানির অপচয় রোধে ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা বিশেষ ভূমিকা রাখছে। এছাড়াও মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে বা কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষি খাতে ব্যাপক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাপানের শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার চুচুই।

প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ রায়হান আবির, ঝিনাইদহ জেলা এসআরডিআই’র সিএসও শাহাদাত হোসেন, দামুড়হুদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলীসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় বিভিন্ন কৃষি পণ্যের ৩০টি স্টল স্থান পেয়েছে। প্রত্যন্ত অঞ্চলে কৃষি মেলা দেখতে ভিড় জমান দর্শনার্থীরা।

দ্বিতীয় অধিবেশনে ভালো কৃষি অনুশীলন ও জল সংরক্ষণ কৃষি, মাটির স্বাস্থ্যের উন্নতি, নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার গুরুত্বে এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিকেলে কৃষকদের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা ফেডারেশনের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি (ইনচার্জ) মোহাম্মদ আলী জিন্নাহ। অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও দামুড়হুদা উপজেলা ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। আলোচনা শেষে বিভিন্ন কৃষি পণ্যের স্টল ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে:ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নে দুই দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। নিরাপদ খাদ্য, পানির অপচয় রোধে ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে মেলাটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও জেএফজিই-এর সহযোগিতায় ওয়াসেফ প্রকল্পের আওতায় এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পাশাপশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে এবং সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। নিরাপদ খাদ্য, পানির অপচয় রোধে ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা বিশেষ ভূমিকা রাখছে। এছাড়াও মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে বা কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষি খাতে ব্যাপক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাপানের শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার চুচুই।

প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ রায়হান আবির, ঝিনাইদহ জেলা এসআরডিআই’র সিএসও শাহাদাত হোসেন, দামুড়হুদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলীসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় বিভিন্ন কৃষি পণ্যের ৩০টি স্টল স্থান পেয়েছে। প্রত্যন্ত অঞ্চলে কৃষি মেলা দেখতে ভিড় জমান দর্শনার্থীরা।

দ্বিতীয় অধিবেশনে ভালো কৃষি অনুশীলন ও জল সংরক্ষণ কৃষি, মাটির স্বাস্থ্যের উন্নতি, নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার গুরুত্বে এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বিকেলে কৃষকদের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা ফেডারেশনের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি (ইনচার্জ) মোহাম্মদ আলী জিন্নাহ। অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও দামুড়হুদা উপজেলা ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। আলোচনা শেষে বিভিন্ন কৃষি পণ্যের স্টল ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।