ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

প্রতারক চক্রের ফাঁদে বাড়াদি ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / ৪৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসির) মোবাইলফোন নম্বর ক্লোন করে বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেনের থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। অভিযোগ উঠেছে নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতারক চক্র ছয়টি বিকাশ নম্বরে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এবিষয়ে থানায় অভিযোগ করেছেন ওই প্রার্থী। যদিও তিনি গণমাধ্যমের কাছে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
আলমডাঙ্গা থানার এএসআই হামিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উজ্জ্বল হোসেন ছয়টি বিকাশ নম্বরে মোট তিন লাখ টাকা দিয়েছেন। ছয়টি নম্বরই দেশের বিভিন্ন অঞ্চলের।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি ০১৩২০১৪৮১৯৫ মোবাইলফোন নম্বরটি ক্লোন করে একটি প্রতারকচক্র। পরে তারা উপজেলার বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী উজ্জ্বল হোসেনের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে উজ্জ্বল হোসেন অভিযোগে জানান। প্রতারক চক্রকে উজ্জ্বল হোসেন ছয়টি বিকাশ নম্বরে ওই টাকা দিয়েছেন বলেও শুনেছি।’
এবিষয়ে প্রার্থী উজ্জ্বল হোসেনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে প্রতারকচক্রকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন। কিন্তু থানায় অভিযোগ কেন দিলেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রতারক চক্রের ফাঁদে বাড়াদি ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল

আপলোড টাইম : ০৮:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসির) মোবাইলফোন নম্বর ক্লোন করে বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল হোসেনের থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। অভিযোগ উঠেছে নির্বাচনে বিশেষ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতারক চক্র ছয়টি বিকাশ নম্বরে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এবিষয়ে থানায় অভিযোগ করেছেন ওই প্রার্থী। যদিও তিনি গণমাধ্যমের কাছে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
আলমডাঙ্গা থানার এএসআই হামিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উজ্জ্বল হোসেন ছয়টি বিকাশ নম্বরে মোট তিন লাখ টাকা দিয়েছেন। ছয়টি নম্বরই দেশের বিভিন্ন অঞ্চলের।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি ০১৩২০১৪৮১৯৫ মোবাইলফোন নম্বরটি ক্লোন করে একটি প্রতারকচক্র। পরে তারা উপজেলার বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী উজ্জ্বল হোসেনের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে উজ্জ্বল হোসেন অভিযোগে জানান। প্রতারক চক্রকে উজ্জ্বল হোসেন ছয়টি বিকাশ নম্বরে ওই টাকা দিয়েছেন বলেও শুনেছি।’
এবিষয়ে প্রার্থী উজ্জ্বল হোসেনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে প্রতারকচক্রকে টাকা দেওয়ার কথা অস্বীকার করেন। কিন্তু থানায় অভিযোগ কেন দিলেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।